শনিবার, ১০ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৭:২১ পিএম

হাজতের নামাজের দোয়া

ধর্ম ডেস্ক

প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৭:২১ পিএম

হাজতের নামাজের দোয়া

নামাজরত অবস্থায় মুসল্লি। ছবি-সংগৃহীত

সালাতুল হাজত অর্থ প্রয়োজন পূরণের নামাজ। এটি বিশেষ নফল নামাজ। নবী কারিম সা. ও সাহাবায়ে কেরামের নিয়মিত আমল ছিল এটি। যেকোনো প্রয়োজনে তারা সালাতুল হাজত পড়তেন।

আল্লাহর কাছে মন খুলে সাহায্য কামনা করতেন। সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ।

সালাতুল হাজত শেষে যে দোয়া পড়বেন

আরবি :

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ لاَ تَدَعْ لِي ذَنْبًا إِلاَّ غَفَرْتَهُ وَلاَ هَمًّا إِلاَّ فَرَّجْتَهُ وَلاَ حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلاَّ قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস আলুকা মুজিবাতি রাহমাতিক; ওয়া আজা ইমা মাগফিরাতিক, ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিউ ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদালি জাম্বান ইল্লা গাফারতাহু, ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু, ওয়ালা হা জাতান হিয়া লাকা রিজান ইল্লা কাজাইতাহা ইয়া আর হামার রাহিমিন।

বাংলা অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি অতি সহিষ্ণু ও দয়ালু, সব দোষ-ক্রটি থেকে পবিত্র তিনি। মহান আরশের প্রভু। সব প্রশংসা আল্লাহর, তিনি সারা জাহানের রব।

আপনার কাছেই আমি বাঞ্ছা করি- আপনার রহমত আকর্ষণকারী সব পুণ্যকর্মের অসিলায়, আপনার ক্ষমা ও মাগফিরাত আকর্ষণকারী সব কাজের বরকত, সব নেক আমলে সাফল্য লাভের এবং সব ধরনের গুনাহ থেকে নিরাপত্তা লাভের।

আমার কোনো গুনাহ যেন মাফ ছাড়া না থাকে। কোনো সমস্যা যেন সমাধান ছাড়া না রয়ে যায়। আর আমার এমন প্রয়োজন- যাতে রয়েছে আপনার সন্তুষ্টি রয়েছে, তা যেন অপূরণ না থাকে। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু। (তিরমিজি, হাদিস: ৪৭৯; ইবনু মাজাহ, হাদিস: ১৩৮৪)

সুতরাং দোয়ার ক্ষেত্রে হাদিসে বর্ণিত উপরোক্ত দোয়াটি অন্যান্য দোয়ার সঙ্গে সাধারণ নামাজের শেষেও বিশেষভাবে পড়া যেতে পারে। এই দোয়াটিই পড়তেই হবে বিষয়টি এমন নয়। আপনি আপনার মতো করে দোয়া করলেও কোনো অসুবিধা নেই। 

সালাতুল হাজত শেষে আরও যে দোয়া পড়া যায়

اَللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ্দুন  ইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিন আজাবান নার।

বাংলা অর্থ: হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের দুনিয়াতে মঙ্গল দিন এবং আখেরাতেও মঙ্গল দিন। জাহান্নামের আজাব থেকে আমাদের রক্ষা করুন।

আনাস (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) অধিকাংশ সময় এ দোয়াটি পড়তেন।’ (বুখারি, হাদিস: ৪৫২২, ৬৩৮৯)

সালাতুল হাজত নামাজের নিয়ম

সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই। যেকোনো দিন, যেকোনো সময় এটি পড়া যায়। অন্য যেকোনো নফল নামাজের মতোই উত্তমভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়বে। চাইলে চার রাকাতও পড়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!