বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৬:২১ পিএম

এসএসসির প্রশ্নে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৬:২১ পিএম

এসএসসির প্রশ্নে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের লোগো। ছবি: সংগৃহীত

সারা দেশে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন, বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবার ঢাকা শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্র পরীক্ষায় উঠে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম।

শুক্রবার (১১ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় আস-সুন্নাহ ফাউন্ডেশন।

পোস্টে বলা হয়, ‘এবারের ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে আস-সুন্নাহ ফাউন্ডেশন-বিষয়ক প্রশ্ন এসেছে। নিঃসন্দেহে এটি আমাদের জন্য এক তৃপ্তিদায়ক অর্জন। মহান আল্লাহর অনুগ্রহ, দেশবাসীর আস্থা, ভালোবাসা ও সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে বলে আমরা বিশ্বাস করি। এই আনন্দঘন মুহূর্তে ফাউন্ডেশনের সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পোস্টের সঙ্গে প্রশ্নপত্রের একটি অংশের ছবিও যুক্ত করা হয়, যেখানে দেখা যায়—
উদ্দীপক (ii): ‘২০২৪-এর প্রলয়ংকরী বন্যায় লাকসাম এলাকার দুর্গত মানুষের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে ত্রাণসামগ্রী আসে। স্থানীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত থেকে সব মানুষের মধ্যে এগুলো সমানভাবে বিতরণ করেন।’

এই উদ্দীপকের ভিত্তিতে পরীক্ষার্থীদের কয়েকটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়। যেমন—

(ক) গজনী মামুদ কে?

(খ) ‘আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু’—এই পঙক্তির অর্থ কী?

(গ) উদ্দীপকের আলোকে ‘মানুষ’ কবিতার মর্মবাণী কীভাবে প্রতিফলিত হয়েছে?

(ঘ) এর চেয়ারম্যানের কর্মকাণ্ডে ‘মানুষ’ কবিতার মর্মবাণী প্রতিফলিত হয়েছে কি? উত্তরের পক্ষে যুক্তি দাও।

এভাবে জাতীয় পর্যায়ের একটি পাবলিক পরীক্ষার প্রশ্নপত্রে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মানবিক ভূমিকা তুলে ধরায় অনেকে প্রশংসা করেছেন। ফাউন্ডেশনের অনুসারীরাও এ অর্জনে নিজেদের গর্বিত মনে করছেন।

আরবি/একে

Link copied!