গাজায় হামাসের হাতে আটক ১০ জন ইসরায়েলি বন্দিকে শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে হোয়াইট হাউসে আইনপ্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প এ মন্তব্য করেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে শনিবার (১৯ জুলাই) এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নৈশভোজে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে বিশেষ দূত স্টিভ উইটকফের প্রচেষ্টার প্রশংসা করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমরা বেশিরভাগ জিম্মিকে ফিরিয়ে এনেছি। খুব শিগগিরই আরও ১০ জনকে ফিরিয়ে আনা হবে এবং আশা করি, পুরো বিষয়টি দ্রুত শেষ করতে পারব।’
তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি চুক্তি শিগগিরই হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
এ বিষয়ে ‘ইসরায়েল’ এবং ফিলিস্তিনের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪১ জন ফিলিস্তিনি নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ২৯ জন ত্রাণপ্রত্যাশীও রয়েছেন।
মে মাসের শেষ থেকে গাজায় খাদ্য বিতরণ কর্মসূচিতে ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত ৯০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।