বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৪:০৮ পিএম

নতুন ব্যবসায় নাম লেখালেন মেসি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৪:০৮ পিএম

নতুন ব্যবসায় নাম লেখালেন মেসি

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের অন্তিম লগ্নে পৌঁছে গেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ফুটবল জগতে এমন কোন অর্জন বাকি নেই যা তার ঝুলিতে যাওয়া বাকি। ব্যক্তিগত অর্জন তো বটেই, দলীয় অর্জনের দিক থেকেও এখন শীর্ষে আর্জেন্টাইন সুপার স্টার।

এমন পরিস্থিতিতে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আলবিসেলেস্তে অধিনায়ক। যেকোনো সময়ই নিতে পারেন অবসর। তবে অবসরের ঘোষণার পূর্বেই নতুন যাত্রা শুরু করেছেন তিনি। স্পেনে রিয়েল এস্টেট ব্যবসায় নাম লিখিয়েছেন মেসি।

জানা গেছে, মেসির রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। যার চেয়ারম্যান মেসি নিজেই।  সেই সঙ্গে একমাত্র শেয়ারহোল্ডার তা পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান লিমেকু এস্পানা। তবে নতুন বিনিয়োগকারী নেওয়ার পরিকল্পনা তাদের আছে।

কোম্পানির বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জু। এছাড়া অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মেসির পারিবারিক ব্যবসা পরিচালনাকারী আলফোনসো নেবোত। আর আরেকজন র‌্যামোন আডেল স্পেনের এনার্জি কোম্পানি নাটুরজিরও বোর্ড সদস্য।

বিভিন্ন মাধ্যম জানিয়েছে, স্প্যানিশ মার্কেটে এর প্রতিটি শেয়ারের মূল্য ৫৭.৪ ইউরো। মূলধন ২২৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি।

এদিফিসিও রোসটাওয়ার সোচিমির স্পেন ও অ্যান্ডোরায় সাতটি হোটেল রয়েছে। স্পেনে আরও রয়েছে তিনটি অফিস ও অ্যাপার্টমেন্ট। তা ছাড়া লন্ডন ও প্যারিসেও অ্যাপার্টমেন্ট রয়েছে তাদের।

প্রসঙ্গত, ২০১৩ সালে মেসির বিনিয়োগ ট্রাস্টটির যাত্রা শুরু হয়। কোম্পানির বেশির ভাগ বিনিয়োগকারী স্পেনের কাতালুনিয়ার অঞ্চলের। যে অঞ্চলে মেসি ২০০০ সালে ১৩ বছরে থাকতে বার্সেলোনায় খেলার জন্য স্থায়ী হয়েছিলেন। সেখানে বসবাস করেন ২০২১ সাল পর্যন্ত।

আরবি/এফআই

Link copied!