বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৮:২১ পিএম

বাংলাদেশের মিশন চ্যাম্পিয়নস ট্রফি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৮:২১ পিএম

বাংলাদেশের মিশন চ্যাম্পিয়নস ট্রফি

১৯ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫। এ টুর্নামেন্টে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার রাতে দুবাইয়ের বিমান ধরার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে মিরপুরে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। 

এবার দুবাইয়ের মাঠে ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। দুবাইয়ে একটু আগে-ভাগে যাওয়ার উদ্দেশ্য হলো- কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া ও নিজেদের চূড়ান্তভাবে চ্যাম্পিয়নস ট্রফির জন্য তৈরি করা। কেননা টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে। অনেক দিন ধরে এ ফরম্যাটের ক্রিকেটে খেলেনি বাংলাদেশ। তাই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার আছে। 

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাওয়ার আগে গত বুধবার মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের লক্ষ্য প্রসঙ্গে অধিনায়ক শান্ত বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’ 

একই সঙ্গে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না জানিয়ে শান্ত বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করবে। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে শান্তর দল।

টুর্নামেন্টে খেলতে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিনই যেহেতু দুবাইতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের ক্রিকেটাররা, সে কারণে পাকিস্তান না গিয়ে নাজমুল হোসেন শান্তরা প্রথমে দুবাইয়ে ধরেন। সেখানেই পাকিস্তান শাহিনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে তারা। 

ভারত-ইংল্যান্ড, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা- আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে অংশগ্রহণকারী আটটি দেশের ৬টিই ওয়ানডে ক্রিকেট খেলার মধ্যে যুক্ত। কেউ দ্বিপক্ষীয় সিরিজ আবার কেউ ব্যস্ত ত্রিদেশীয় সিরিজ খেলছে। 

ভারত আর ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলো গত বুধবার। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ চলছে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তানেই। এরই মধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। বাকি আছে ফাইনাল। শ্রীলঙ্কায় চলছে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। যদিও এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে না শ্রীলঙ্কা। 

বাংলাদেশ এবং আফগানিস্তান নেই খেলার মধ্যে। বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএলে খেলেছে। আফগানিস্তান ক্রিকেটাররাও নানা ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেছে। বিশ্বকাপ বা চ্যাম্পিয়নস ট্রফি- আইসিসির যেকোনো ইভেন্টের আগেই অংশগ্রহণকারী প্রতিটি দল এক বা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে থাকে। কিন্তু এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে তেমন কোনো প্রস্তুতি ম্যাচ নেই। 

ভারত, ইংল্যান্ড, পাকিস্তান বা অস্ট্রেলিয়া- এসব দেশ কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ভারত। 

পাকিস্তান নিজেরা প্রস্তুতি ম্যাচ না খেললেও তিনটি পাকিস্তান ‘এ’ দল (পাকিস্তান শাহিনস) তৈরি করা হয়েছে। তারা আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ছাড়া নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচই অংশগ্রহণকারী দুটি দেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। লাহোর, করাচি এবং দুবাইয়ে হবে সব প্রস্তুতি ম্যাচ।

প্রস্তুতি ম্যাচের সূচি
১৪ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম আফগানিস্তান, লাহোর
১৬ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, করাচি
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ, দুবাই
 

রূপালী বাংলাদেশ

Link copied!