ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে পাঞ্জাব কিংস। দলের এমন জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার ৪১ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংসই মূলত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
তবে দল জিতলেও এদিন জরিমানা গুনতে হয়েছে শ্রেয়াস আইয়ারকে। ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি পাঞ্জাব। ফলে ‘স্লো ওভার রেটের’ কারণে জরিমানা গুনতে হয়েছে তাকে। এ ছাড়া শাস্তি হিসেবে ১৯তম ওভারের শুরুতে একজন বাড়তি ফিল্ডারকে বৃত্তের ভেতরে রাখতে হয়েছিল পাঞ্জাবকে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বার্তায় জানানো হয়েছে, স্লো ওভার রেটের জন্য পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ১২ লাখ টাকা জরিমানা করা হল। আইপিএলের আচরণ বিধির ২.২২ ধারা অনুযায়ী এই শাস্তি দেওয়া হয়েছে শ্রেয়াসকে।
উল্লেখ্য, এটাই শ্রেয়াসের চলতি মৌসুমের স্লো ওভার রেটের প্রথম অপরাধ। ফলে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, লখনৌ অধিনায়ক ঋষভ পন্থসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে জরিমানা করেছে বিসিসিআই।
আপনার মতামত লিখুন :