সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুম বলেছেন, ‘এমনভাবে চাকরি করতে হবে, যেন শেষ বয়সে জেলে যেতে না হয়, হাতকড়া পরতে না হয়।’
বৃহস্পতিবার (১ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৫-এর তৃতীয় দিনের আলোচনায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভার শিরোনাম ছিল ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ : নিরাপত্তা ও আস্থার বন্ধন’।
আব্দুল কাইয়ুম বলেন, ‘পুলিশ সবসময় স্বাধীনতা চায়, কিন্তু স্বাধীনতা পেলে অনেকেই তা আত্মস্বার্থে ব্যবহার করে। পদোন্নতির আশায় রাজনৈতিক ব্যক্তিদের অনুগত হয়ে পড়ে, তেলবাজি করে, বাড়িতে গিয়ে বসে থাকে। ফলে অন্যায় দেখলেও ব্যবস্থা নিতে পারে না।’
তিনি আরও বলেন, ‘পুলিশ সবসময় সঠিক ছিল না। আমাদের সময়ও শতভাগ শুদ্ধতা ছিল না। তবে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যেভাবে দলীয় আনুগত্য ও পক্ষপাত বেড়েছে, তা আগে কখনো দেখা যায়নি।’
৫ আগস্টের ঘটনার পর পলাতক থাকা পুলিশ সদস্যদের প্রসঙ্গে সাবেক আইজিপি বলেন, ‘গত ১৫ বছরে বহু পুলিশ কর্মকর্তা ভয়াবহ দুর্নীতিতে জড়িয়েছে। হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে, কারণ তারা জানত একসময় পালাতে হবে। সেই প্রস্তুতিও তারা নিয়ে রেখেছে।’
আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, ‘পুলিশের জনপ্রিয়তা কমেছে, এটি স্বীকার করতে হবে। শুধু পুলিশের নয়, আইন ব্যবস্থার মধ্যেই বহু সমস্যা রয়েছে। সেসব নিয়ে খোলামেলা আলোচনা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘পুলিশ কেবল রাষ্ট্রযন্ত্রের অংশ নয়, সমাজেরও অংশ। জনতা ও রাষ্ট্রের বিভক্তির প্রতিফলন পুলিশের সঙ্গে জনতার দূরত্বে দেখা যায়। এ বিভাজন দূর করতে হলে প্রয়োজন গণতন্ত্রের চর্চা।’
নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, ‘৫৫ বছর পরও রাষ্ট্র নিপীড়নমূলক আচরণ করছে। রাষ্ট্র নিপীড়ক হলে পুলিশ কখনো জনগণের হয়ে কাজ করতে পারে না। প্রতিবছর পুলিশ সপ্তাহে এমন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়, যারা বিরোধীদল দমনে সফল হয়েছেন। এতে নীতি-নৈতিকতা ধ্বংস হয়।’
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. জাহেদ উর রহমান বলেন, ‘পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সংস্কৃতি তৈরি হয়েছে। সেই সংস্কৃতি ভাঙার দায়িত্ব আমাদেরই নিতে হবে।’
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) ইনামুল হক সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসির মঞ্জু, কর্মকমিশনের সদস্য অধ্যাপক সায়মা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, ক্রীড়াবিদসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি গোলাম রসুল।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন