বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১১:৩৬ পিএম

ইংল্যান্ডকে হারিয়ে আফগান রূপকথা লিখলো জাদরান-নবীরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১১:৩৬ পিএম

ইংল্যান্ডকে হারিয়ে আফগান রূপকথা লিখলো জাদরান-নবীরা

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো ইংল্যান্ড। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৮ রানে জয় তুলে নিয়ে আসরে টিকে রইলো আফগানিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে এটি তাদের ঐতিহাসিক জয়। আর এই লজ্জার হারের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়া কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।
গত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে ইংলিশদের হারিয়েছিল তারা। সেই না সারতেই ইংল্যান্ডকে আরও একটি ধাক্কা দিলো রশিদ-নবীরা। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে বিধ্বস্ত করেছে আফগানিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে ইংল্যান্ডের তখন ২৬ বলে প্রয়োজন ৩৯ রান। সেঞ্চুরিয়ান জো রুটের সঙ্গে ব্যাটিংয়ে থাকা জেমি ওভারটনের কারণে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি ছিল। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের শ্বাসরুদ্ধকর বোলিংয়ে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে রইল আফগানিস্তান।
ইনিংসের শেষ ওভারে ১৩ রান করতে হতো ইংল্যান্ডকে। ওমরজাইয়ের দারুণ বোলিংয়ে প্রথম চার বলে মাত্র চারটি সিঙ্গেল আসে। পঞ্চম বলে আদিল রশিদকে আউট করে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন ওমরজাই। ফলে ইংল্যান্ডকে বিদায় করে আফগানরা টুর্নামেন্টে টিকে থাকে। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই তারা সেমিফাইনালে উঠে যাবে।


 

এর আগে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান বড় সংগ্রহ পায় ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ইনিংসে। ১৭৭ রানের ইনিংস খেলে তিনি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন। শেষ দিকে মোহাম্মদ নবির ৪০ রানের ইনিংসে ভর করে ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফগানিস্তান।
ইংল্যান্ডের হয়ে ১২০ রানের দারুণ ইনিংস খেলেন জো রুট। তবে তার বিদায়ের পর আফগান বোলারদের দাপটে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় ইংল্যান্ড। আফগানদের জয়ের নায়ক ওমরজাই একাই শিকার করেন ৫ উইকেট।
এই জয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার সুযোগ তৈরি করল আফগানিস্তান। তাদের পরবর্তী প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। স্মিথদের হারাতে পারলেই তারা ইতিহাস গড়বে।
গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখাচ্ছে আফগানিস্তান। এশিয়া থেকে নতুন শক্তি হিসাবে উঠে এসেছে তারা। লড়াকু মনোভাব, হার-না-মানা লড়াই এবং ক্রিকেটবিশ্বের ‘দৈত্য’ দেশগুলিকে হারিয়েছে তারা। সেই সঙ্গে জন্ম দিয়েছে একের পর এক প্রতিভাবান ক্রিকেটারের। সেই তালিকায় নতুন সংযোজন ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের তারকা বোলারদের পিটিয়ে যিনি বুধবার ১৭৭ রান করেছেন। তবে জাদরানকে ‘নতুন’ বললে ভুল হবে। তার প্রতিভার পরিচয় পাওয়া যাচ্ছে গত দু’বছর ধরেই। ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে একাধিক স্মরণীয় ইনিংস রয়েছে তাঁর।
এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ট্রফি জেতেনি আফগানিস্তান। তবে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে যে ভাবে একের পর এক ক্রিকেটার উঠে এসেছেন কোনও পরিকাঠামো ছাড়াই, তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।

আবু/এস

Link copied!