আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের সাথে অভিষেকের পর বাংলাদেশের জার্সিতে করেছেন অসংখ্য রেকর্ড। অবসরের পর তার ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাবেক ও বর্তমান ক্রিকেটারা পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ‘সাইলেন্ট কিলার’কে।
এবার মাহমুদউল্লাহর অবসরের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। মাহমুদউল্লাকে বাংলাদেশ ক্রিকেটের অমূল্য সম্পদ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘চাপের মধ্যেও তার ধারাবাহিকতা এবং সাফল্য তাকে অমূল্য সম্পদে পরিণত করেছে। তার নিষ্ঠা এবং পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানদন্ড স্থাপন করেছে এবং তাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
প্রায় দুই দশক ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ ক্যারিয়ারে দেশকে বিভিন্ন সময় স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চাপের মুহূর্তে দেখিয়েছে লড়াকু মানসিকতা। বিভিন্ন পজিশনে ব্যাটিং করলেও ধারাবাহিক পারফর্মার ছিলেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
মাহমুদউল্লাহকে নিয়ে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘মাহমুদউল্লাহ গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পারফর্মারদের একজন হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ব্যাটিং হোক বা বোলিং, যখন দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তখনই তিনি সেরাটা করে দেখিয়েছেন। চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তার শান্ত আচরণ এবং মাঠে তার নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন হিসেবে তার মর্যাদাকে সুদৃঢ় করেছে।’
রিয়াদকে শুভকামনা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, " বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, আমরা মাহমুদউল্লাহর অসাধারণ ক্যারিয়ার উদযাপন করছি এবং দল এবং খেলাধুলার প্রতি তার অমূল্য সেবার জন্য আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা তার ভবিষ্যতের সকল প্রচেষ্টায় তার সাফল্য কামনা করি এবং আত্মবিশ্বাসী যে তার অভিজ্ঞতার ভান্ডার বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলবে।"
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন