বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৯:১৯ এএম

কলম্বিয়াকে হারাল ব্রাজিল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৯:১৯ এএম

কলম্বিয়াকে হারাল ব্রাজিল

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে  কলম্বিয়ার বিপক্ষে ৯৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক গোলে অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে এনেছে ব্রাজিল। এই জয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলার পথে আরেক ধাপ এগিয়ে গেল দরিভাল জুনিয়রের দল।

শুক্রবার (২১ মার্চ)  সকালে ঘরের মাঠে ২-১ ব‍্যবধানে জিতেছে দরিভাল জুনিয়রের দল।

ঘরের মাঠ বিআরবি মানে গারিঞ্চা স্টেডিয়ামে আজ (শুক্রবার) ভোরে ব্রাজিল মুখোমুখি হয় কলম্বিয়ার। দুই দলই লাতিন অঞ্চলের পরাশক্তি হওয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আগেই মিলেছিল। মাঠের খেলায়ও দুই দল যথেষ্ট উত্তেজনার জন্ম দেয়। ম্যাচের শুরুতেই পেনাল্টিতে ব্রাজিলকে এগিয়ে দেন দারুণ ফর্মে থাকা রাফায়েল রাফিনিয়া। বিরতির আগমুহূর্তে গোল করে লুইস দিয়াজ কলম্বিয়াকে সমতায় ফেরান।

তবে ইনজুরি সময়ের নবম মিনিটে গিয়ে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ভিনিসিয়ুস স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান। জয় নিশ্চিত করেন ২-১ গোলে। ম্যাচটিতে নামার আগেই চোটের কারণে নেইমার-এডারসন-দানিলোদের মতো তারকাদের হারানোর ক্ষত ছিল সেলেসাওদের। এরপর ম্যাচেও ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার ও মিডফিল্ডার গারসন। এ ছাড়া ১০ ফুটবলারের ওপর ছিল হলুদ কার্ড দেখলে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা। যা সত্যি হয়েছে দুজনের, ব্রুনো গুইমারেস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের।

ব্রাজিল ম্যাচের প্রথম গোলটাও পায় ভিনিসিয়ুসের কল্যাণে। কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনোজ তাকে ডি-বক্সে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর বাঁ পায়ের বাঁকানো শটে সফল স্পট কিক নিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। এ নিয়ে ব্রাজিলের জার্সিতে শেষ ৪ ম্যাচে তিনি চতুর্থ গোল করলেন। খানিক বাদেই রদ্রিগোর শট বেরিয়ে যায় বাইরে দিয়ে। আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে ব্রাজিল ম্যাচে দু’বার ধাক্কা খায়। প্রথমত চতুর্দশ মিনিটে কলম্বিয়ার কাউন্টার অ্যাটাক রুখতে গিয়ে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন গুইমারেস, যা তাকে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এরপর ২৭ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় গারসনকে।

বিরতিতে যাওয়ার ঠিক চার মিনিট আগে সমতায় ফেরে কলম্বিয়া। এই গোলে দায় বেশি ব্রাজিল মিডফিল্ডার জোয়েলিন্টনের। সতীর্থের কাছ থেকে বল পেয়ে শট নিতে দেরি করায় তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে কলম্বিয়ার একজন। ফলে হামেস রদ্রিগেজ হয়ে সেই বল যায় লুইস দিয়াজের পায়ে। লিভারপুলের এই ফরোয়ার্ড আড়াআড়ি শটে জাল খুঁজে নেন। এর আগেও ব্রাজিলের বিপক্ষে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন দিয়াজ।

দ্বিতীয়ার্ধে কলম্বিয়া গোলরক্ষক কামিলো ভার্গাসের বেশ কয়েকবার পরীক্ষা নিয়েছেন ভিনি-রাফিনিয়ারা। প্রতিবারই অবশ্য তিনি ভালোভাবে উৎরে গেছেন। ৬৩ মিনিটে অবশ্য গোলও পেয়ে যায় সফরকারী কলম্বিয়া। তবে তার আগে গোলরক্ষক অ্যালিসনকে ফাউল করায় তারা সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে। ৭১ মিনিটেই তিনি আরও বড় ধাক্কাটি খান। সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে দুজনকেই মাঠ ছাড়তে হয়। ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো।

এরপর দুই দলই লিড পাওয়ার আশায় আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। ব্রাজিলের নিউক্যাসল তারকা জোয়েলিন্টন ভালো একটি শটও নিয়েছিলেন, তবে সেটি ছিল লক্ষ্যভ্রষ্ট। যোগ করা সময়ের অষ্টম মিনিটে দূরের পোস্টে হেড করতে গিয়ে মাথায় চোট পান ব্রাজিল ডিফেন্ডার গুইলার্মে অ্যারানা। কয়েক সেকেন্ড পরই ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ভিনিসিয়ুস। যা গোলরক্ষক ভার্গাস ঝাঁপিয়েও নাগাল পাননি।

এই জয়ে লাতিন বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে বড় উন্নতি হয়েছে ব্রাজিলের। ১৩ ম‍্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা দুইয়ে উঠে গেলে। সমান ম‍্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল কলম্বিয়া। ১২ ম‍্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে উরুগুয়ে।

আরবি/এসবি

Link copied!