ফুটবল থেকে ক্রিকেট ক্রীড়াঙ্গনে বর্তমানে চলছে প্রযুক্তির বিপ্লব। প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। ফুটবলে ভিএআর কিংবা ক্রিকেটের ডিআরএস। এসব প্রযুক্তি আমুল বদলে দিয়েছে ক্রীড়াঙ্গনের চিত্র।
এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যুক্ত হচ্ছে ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি (এমওটি)। এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই প্রযুক্তি প্রয়োগ হলে স্বয়ংক্রিয়ভাবে নো বল ধরা পড়বে। একই সঙ্গে রিপ্লেতে থাকবে একাধিক স্ক্রিন। ফলে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। অবশ্য এর আগেও একই প্রযুক্তি দেখা গিয়েছিল পিএসএলে। তবে এবারই প্রথম পুরো আসরে থাকছে এই ব্যবস্থা।
ম্যাচ অফিসিয়ালস ট্যাকনলজি (এমওটি):
১. আম্পায়ার কমিউনিকেশন সিস্টেম (মাঠের উপর এবং মাঠের বাইরে)
২. মাল্টিস্ক্রিন রিপ্লে ভিউয়ার
৩. আল্ট্রামোশন ক্যামেরা ব্যবহার করে অটো নো-বল সনাক্তকরণ
৪. রিয়েল-টাইম DRS এবং ইনিংস টাইমার
৫. তৃতীয় আম্পায়ারের জন্য ট্যাবলেট-ভিত্তিক লগিং
৬. ম্যাচ রেফারিদের জন্য তাৎক্ষণিক ক্লিপ অ্যাক্সেস
৭. উন্নত রিভিউয়ের জন্য এম্বেডেড কমিউনিকেশন ও মাইক অডিও
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল পর্দা উঠছে পিএসএলের দশম আসর। রাওয়ালপিন্ডিতে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড এবং লাহোর কালান্দার্স।
প্রসঙ্গত, এবারের তিন বাংলাদেশিকে দলে ভিড়িয়েছে পিএসএলের ফ্রাঞ্চাইজিগুলো। এর মধ্যে স্পিনার রিশাদ হোসেন খেলবে লাহোর কালান্দার্সের হয়ে। আর করাচি কিংসের হয়ে মাঠ মাতাবেন লিটন দাস। আর পেশোয়ার জালমির হয়ে খেলবেন পেসার নাহিদ রানা।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন