দুইবারের অলিম্পিক পদকজয়ী মার্কিন দৌড়বিদ ফ্রেড কারলি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গ্রেপ্তার হয়েছেন। অভিযোগ উঠেছে, তিনি তার সাবেক প্রেমিকা ও অলিম্পিক হার্ডলার আলাইশা জনসনের মুখে ঘুষি মারেন।
গত বৃহস্পতিবার (১ মে) ডানিয়া বিচ এলাকার একটি হোটেলে এই ঘটনা ঘটে। জানা যায়, সে সময় কারলি ‘গ্র্যান্ড স্লাম ট্র্যাক’ সিরিজের দ্বিতীয় পর্বে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন।
পরদিন শুক্রবার (২ মে) আদালতে হাজির হওয়ার পর ১ হাজার ডলার জামানতে তাকে মুক্তি দেওয়া হয়।
ব্রোয়ার্ড কাউন্টি শেরিফ অফিস জানায়, তার বিরুদ্ধে ‘শারীরিক আঘাত সংক্রান্ত’ অভিযোগ আনা হয়েছে। তবে কারলির আইনজীবী রিচার্ড কুপার আশা প্রকাশ করেছেন, এই মামলা দ্রুত খারিজ হয়ে যাবে।
‘গ্র্যান্ড স্লাম ট্র্যাক’ আয়োজক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, কারলি এই সপ্তাহে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না এবং বিষয়টি তদন্তাধীন।
উল্লেখ্য, ফ্রেড কারলি ২০২০ সালের টোকিও অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে রৌপ্য এবং ২০২৪ প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি গত মাসে কিংস্টনে অনুষ্ঠিত সিরিজের প্রথম পর্বেও অংশ নিয়েছিলেন।
আপনার মতামত লিখুন :