জার্মান বুন্দেসলিগায় নিজেদের ৩৪তম শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। আর এতে ক্যারিয়ারে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।
চলতি মৌসুমে বুন্দেসলিগার শিরোপা জিততে চলেছে বায়ার্ন মিউনিখ এমন সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল। ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।
শনিবার (৩ মে) লাইপজিগের বিপক্ষে বায়ার্ন জিততে পারলেই চলতি মৌসুমে তাদের শিরোপা নিশ্চিত হয়ে যেত। তবে শেষ মুহূর্তের গোল হজম করে ম্যাচ ড্র হওয়ায় অপেক্ষা বাড়ে বাভাড়িয়ানদের। তবে নিকটতম প্রতিদ্বন্দ্বী লেভারকুসেন ফ্রাইবুর্গের কাছে পয়েন্ট হারানোয় সে অপেক্ষার অবসান হলো।
রোববার (৪ মে) ফ্রাইবুর্গের ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে ২-২ গোলে ড্র করে লেভারকুসেন। এতে ২ ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগার মুকুট পুনরুদ্ধার করল বায়ার্ন। বুন্দেসলিগায় টানা ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে লেভারকুসেনের কাছে শিরোপা খুইয়েছিল বাভারিয়ানরা।
এদিন প্রথমার্ধেই ফ্রাইবুর্গের কাছে ২ গোল হজম করে জাভি আলোনসোর লেভারকুসেন। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শেষদিকে দুই গোল করে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে লেভারকুসেন।
এর আগে লাইপজিগের সাথে ড্র করে শিরোপা জয়ের অপেক্ষা বাড়ার পর বায়ার্ন তারকা টমাস মুলার ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘পরের সপ্তাহে, হ্যারি।’
তবে ততদিন অপেক্ষা করতে হয়নি এই ইংলিশ ‘গোল মেশিন’কে। পরের দিনই পেয়ে গেলেন খুশির খবর! হ্যারি কেইন এখন চ্যাম্পিয়ন!
৩৪ ম্যাচের বুন্দেসলিগায় ৩২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট ৭৬, সমান ম্যাচে জাভি আলোন্সোর লেভারকুসেনের পয়েন্ট ৬৮।
আপনার মতামত লিখুন :