ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

৫১ বছর পর শিরোপা খরা কাটালো বোলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১২:৫১ পিএম
ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বোলোনা। ছবি-সংগৃহীত

উত্তর ইতালির ঐতিহাসিক শহর বোলোনা তার বিখ্যাত খাবার আর পর্যটনের জন্য পরিচিত হলেও, গতকাল বুধবার রাতে শহরটি মেতে উঠেছিল ফুটবলের জাদুতে।

দীর্ঘ ৫১ বছর পর কোনো বড় শিরোপা জয়ের হাতছানি ছিল তাদের প্রিয় ক্লাব বোলোনার সামনে। আর সেই স্বপ্ন সত্যি করে দেখিয়েছে তারা। ইতালিয়ান কাপের ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বোলোনা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ৬বার ইতালিয়ান লিগ জিতলেও, এরপর বোলোনার সাফল্যের ধারা থমকে যায়। ১৯৬৩-৬৪ মৌসুমে একবার লিগ শিরোপা জয়ের পর এসি মিলান, ইন্টার মিলান ও জুভেন্টাসের দাপটে তারা আর তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি। 

১৯৭৪ সালে শেষবার ইতালিয়ান কাপ জেতার পর দীর্ঘ সময় কেটেছে শিরোপার অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাল থিয়াগো মোত্তার শিষ্যরা।

রোমের অলিম্পিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বল দখলের লড়াইয়ে এসি মিলান এগিয়ে থাকলেও, আক্রমণে ধার বেশি ছিল বোলোনার। প্রথমার্ধে অবশ্য মিলানের গোলকিপারকে তেমন কোনো কঠিন পরীক্ষায় ফেলতে পারেনি তারা। 

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বোলোনা। ৫৩ মিনিটে দান এনদোয়ের করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। সতীর্থের শট ফিরে এলে সেই বল জালে জড়াতে ভুল করেননি সুইজারল্যান্ডের এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বোলোনা। তবে এর দুই মিনিট পরেই রেফারির শেষ বাঁশি বাজতেই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে বোলোনার খেলোয়াড় ও সমর্থকরা। 

দীর্ঘ ৫১ বছর পর কোনো শিরোপা জয়ের আনন্দে ভেসে যায় গোটা শহর। এই জয় বোলোনার ফুটবল ইতিহাসে এক নতুন সোনালি অধ্যায় সূচনা করল।