ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

মেহেদীর দোকানে কেনা যাচ্ছে এক টুকরো মাছও

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:৫৫ পিএম
মাছের টুকরো। ছবি-সংগৃহীত

ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পাবনার ঈশ্বরদীর মেহেদী হাসান। তিনি ‘সুলভ বাজার’ নামে একটি দোকান খুলেছেন। 

যেখানে ২০০ গ্রাম গরুর মাংস, এক পিস ডিম, এমনকি এক টুকরা মাছও কেনা যাচ্ছে। এতে নিম্নআয়ের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৫মে) বিকেল ৫টায় পৌরশহরের কাচারিপাড়া এলাকায় ফিতা কেটে এই বাজারের উদ্বোধন করেন মেহেদী হাসানের মা হেলেনা সামাদ।

মেহেদী হাসান বলেন, ‘মানুষ ইচ্ছা করলেই দামের কারণে বড় আকারের মাছ কিনতে পারে না। আবার এক কেজি গরু-খাসির মাংসও কিনতে পারে না। অনেকের তো একটি ব্রয়লার মুরগি কেনারও ক্ষমতা নেই। 

‘এসব কথা বিবেচনায় এক টুকরা মাছ, ২০০ গ্রাম পর্যন্ত মাংস সুলভ বাজারে বিক্রি করা হবে। একই সঙ্গে সুলভ মূল্যে শিশুখাদ্যও বিক্রি করা হবে।’ 

সুলভ বাজারের মাধ্যমে মানুষের সেবা করতে পারবেন বলেন তিনি আশা প্রকাশ করেন।