পটুয়াখালীর দশমিনায় পুকুরে ডুবে শিপলু খান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর আরজবগী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিপলু ওই গ্রামের মামুন খানের ছলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, খেলতে খেলতে পরিবারের অগোচরে বাড়ির দক্ষিণ পাশে পুকুরপাড়ে মাছ ধরতে যায় শিপলু। এ সময় সে পুকুরে পড়ে নিখোঁজ হয়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং আশপাশে ডাকচিৎকার করেন।
পরে স্থানীয়রা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলভী আহমদ তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশমিনা সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য সালমা বেগম।