জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী।
তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: আবুল কালাম আজাদের তত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
শুক্রবার (১ আগস্ট) তাঁকে দেখতে রাজধানীর পিজি হাসপাতালে ছুটে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা তাঁকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)–এর মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এমতাজ হোসেন, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুর রহমান মিন্টু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরফাতুর রহমান আপেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক (মিডিয়া) রফিকুল ইসলাম পান্না, প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রফেসর ডা. শেখ ফরহাদ, সাংবাদিক শাহাবুদ্দীন শিকদারসহ অনেক গণ্যমান্য ব্যক্তি।
মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (এম-ট্যাব) কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, যেমন সভাপতি একে মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, সহ-সভাপতি এ কে এম সাইদুল ইসলাম খোকন, যুগ্ম-মহাসচিব মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক এমাদুল হক, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ কাদের গনি চৌধুরীর খোঁজখবর নেন। নার্সেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।