টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমে খেলার যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছে অ্যাস্টন ভিলা। তবে মাঠের সাফল্যের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে অ্যাস্টন ভিলা ছাড়ছেন দলের আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
ঘরের মাঠ ভিলা পার্কে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচটি শেষ হওয়ার পরই দর্শকদের উদ্দেশে তার আবেগপূর্ণ অঙ্গভঙ্গি বিদায়ের ইঙ্গিত দিচ্ছে বলে গুঞ্জন শুরু হয়েছে। কারণ চলতি মৌসুমে সেটিই ছিল ভিলা পার্কে তাদের শেষ হোম ম্যাচ।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, কোচ উনাই এমেরির অ্যাস্টন ভিলা ছাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজের। অথচ মাত্র এক বছর আগেই ২০২৯ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেছিলেন তিনি।
তবে পরিস্থিতি বদলাতে পারে এবং আর্সেনালের এই প্রাক্তন গোলরক্ষককে নিয়ে আসা প্রস্তাবের ব্যাপারে অ্যাস্টন ভিলাও নাকি বেশ আগ্রহী।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্টিনেজের কাছে সৌদি আরব থেকে একটি প্রস্তাব এসেছে। এ ছাড়াও ইউরোপের দুটি বড় ক্লাবও তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে। যদিও প্রস্তাবিত ক্লাবগুলোর নাম বা আর্থিক বিষয়গুলো এখনো স্পষ্ট নয়।
তবে টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে যে ৩২ বছর বয়সী মার্টিনেজ এখনই সৌদি আরবের লিগে যোগ দিচ্ছেন না। কারণ তার ক্যারিয়ারের সেরা সময় এখনো বাকি এবং ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিনি বড় কোনো প্রতিযোগিতায় নিজেদের ধরে রাখতে চান।
দুটি ইয়াসিন ট্রফি এবং ২০২২ সালের ফিফার সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা এই তারকা গোলরক্ষক স্বাভাবিকভাবেই তুলনামূলক দুর্বল কোনো লিগে যেতে চাইবেন না।
অন্যদিকে, ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ ও ‘মেইল স্পোর্টস’ জানাচ্ছে, অ্যাস্টন ভিলা নাকি এরই মধ্যে এমিলিয়ানো মার্টিনেজের বিকল্প খুঁজতে শুরু করেছে। ক্লাবটি তাদের স্কোয়াডে কিছু পরিবর্তন আনতে আগ্রহী এবং শোনা যাচ্ছে অন্তত তিনটি নতুন খেলোয়াড় দলে যোগ দিতে পারেন।
স্প্যানিশ ক্লাব এস্পানিওলের গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ভিলা। এই গোলরক্ষকের রিলিজ ক্লজ ২৫ মিলিয়ন ইউরো।
টটেনহ্যামের বিপক্ষে জয়ের পর যখন কোচ উনাই এমেরির কাছে মার্টিনেজের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয়, তখন তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি।
এমেরি বলেন, ‘এটি আমরা ভবিষ্যতে দেখতে পাব। অবশ্যই এই মৌসুমে এটি ঘরের মাঠে আমাদের শেষ ম্যাচ এবং আমি জানি না (এরপর কী ঘটবে)। আমরা দল ও এখানে থাকা খেলোয়াড়দের ভবিষ্যতে কী হয় সবাই দেখব। তার আগপর্যন্ত সে মাঠে নিজের সেরাটা দিয়েই যাচ্ছে।’
মার্টিনেজের এই আবেগপূর্ণ বিদায় এবং কোচের অস্পষ্ট মন্তব্য অ্যাস্টন ভিলা সমর্থকদের মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন দেখলেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সম্ভাব্য বিদায় তাদের জন্য একটি বড় ধাক্কা হতে পারে।
আপনার মতামত লিখুন :