শনিবার, ১৭ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৫:৩৬ পিএম

মাঠের ‘পাগলা’ জার্ভো, পুলিশের নিষেধাজ্ঞার আবেদনে নতুন মোড়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৫:৩৬ পিএম

মাঠের ‘পাগলা’ জার্ভো, পুলিশের নিষেধাজ্ঞার আবেদনে নতুন মোড়

জার্ভোকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার দৃশ্য প্রায়ই দেখা যায়। ছবি-সংগৃহীত

ক্রিকেট, ফুটবল থেকে অলিম্পিক যেখানেই খেলা, সেখানেই অপ্রত্যাশিতভাবে মাঠে ঢুকে পড়ার খ্যাতি রয়েছে ড্যানিয়েল জার্ভিসের, যিনি ‘জার্ভো ৬৯’ নামেই বেশি পরিচিত। 

এবার সেই জার্ভোকে ফুটবল মাঠে নিষিদ্ধ করতে আইনি পদক্ষেপ নিয়েছে কেন্টের পুলিশ।

ইংল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম ‘কেন্ট অনলাইন’ জানায়, দেশটির প্রচলিত আইনে মাঠে ঢুকে পড়া সরাসরি ফৌজদারি অপরাধ না হওয়ায় জার্ভোকে কেবল মাঠ থেকে বের করে দেওয়া ছাড়া পুলিশের তেমন কিছু করার থাকে না। 

তবে জার্ভোর এই দৌরাত্ম্য থামাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। তারা জার্ভোকে ফুটবল মাঠে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে আদালতের কাছে আবেদন করেছে।

এই প্রেক্ষিতে গত মঙ্গলবার মেডওয়ে ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দেন জার্ভো। সেখানে ডিস্ট্রিক্ট জজ রবার্ট ব্রাউন তাকে জিজ্ঞাসা করেন, তিনি পুলিশের অভিযোগের বিরুদ্ধে লড়তে চান কিনা। 

জার্ভো তাতে রাজি হলে আদালত আগামী ৫ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। তবে শুনানির আগে পর্যন্ত জার্ভোকে খেলাধুলার কোনো অনুষ্ঠানে ঝামেলা সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে। 

একইসঙ্গে, আদালত ওই সময় পর্যন্ত যুক্তরাজ্য এবং যুক্তরাজ্যের বাইরে ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের ম্যাচে তার প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

আদালত থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে জার্ভো দাবি করেন, ইংল্যান্ডে মানবাধিকারের অভাব রয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয় তারা (পুলিশ) মনগড়া কথা বলছে। 

এমন কিছু আমি আগে শুনিনি। কেউ কোনো অপরাধ করলে আগে গ্রেপ্তার হতো, তারপর আদালতে যেতে হতো। এই দেশ থেকে মানবাধিকার হারিয়ে গেছে। 

ব্যাপারটা এখন তামাশা হয়ে দাঁড়িয়েছে। আমি সত্যিই কোনো ভুল কাজ করছি না, আমি শুধু মানুষকে আনন্দ দিচ্ছি। মানুষকে আনন্দ দিতে আমার খুব ভালো লাগে।’

রূপালী বাংলাদেশ

Link copied!