বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা আওয়ামী লীগের সমর্থক হয়েও বিএনপির কোনো ক্ষতি করেনি, বিএনপি কার্যক্রমে বাধা দেয়নি, যাদের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাদের দলের সদস্য হতে বাধা নেই।
শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিভাগীয় বিএনপির উদ্যোগে দলের সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নিজের সদস্য ফরম পূরণ করে নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন এবং বিভিন্ন জেলার নেতাদের সদস্য ফরমের বই বিতরণ করেন আমীর খসরু।
আমীর খসরু নেতাদের উদ্দেশে বলেন, ‘নবায়নের বিষয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু নতুন সদস্য করার বিষয়ে আমাদের এখানে নেতারা কিছু কথা বলেছেন। কারা নতুন মেম্বার হতে যাচ্ছে, এটার একটা ক্রাইটেরিয়া আছে, এটার একটা দিকনির্দেশনা দেওয়া আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। একদিকে হচ্ছে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসেবে, যারা অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই, এ লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন।’
তিনি আরও বলেন, ‘দুই নম্বর হচ্ছে, আওয়ামী লীগের দোসর যারা ছিল, চিহ্নিত দোসর যারা, তারা সদস্য হতে পারবে না।’
বিএনপির এই নেতা বলেন, ‘এখন একজন ভালো লোক, যে হয়তো আওয়ামী লীগের চিহ্নিত দোসর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিয়েছে, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনো দিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করেনি, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করেনি, বাধাগ্রস্ত করতে চেষ্টা করেনি, বিএনপির নেতাকর্মীদের হয়রানির শিকার করেনি, পারলে ইনডিরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের সদস্য হতে কোনো বাধা নেই।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন