ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫

ট্রেন্টের উত্তরসূরি হিসেবে লিভারপুলে নতুন তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০১:৩৬ পিএম
এই চুক্তির মাধ্যমে জেরেমি ফ্রিম্পং সরাসরি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন।

অ্যানফিল্ডের প্রিয়মুখ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ক্লাব ছাড়ার গুঞ্জন সত্যি হওয়ার পরেই নতুন একজনের জন্য অপেক্ষা করছিল লিভারপুল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা দলে নিল জার্মান বুন্দেসলিগার তারকা রাইটব্যাক জেরেমি ফ্রিম্পংকে। 

বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে শিরোপা জিতেছেন এই ডাচ তারকা। একইসঙ্গে নেদারল্যান্ডস জাতীয় দলের জার্সিতেও নিয়মিত পারফর্ম করেছেন তিনি। এবার ফ্রিম্পংয়ের সামনে নতুন চ্যালেঞ্জ, ইংলিশ প্রিমিয়ার লিগ

এই দলবদলের খবর নিশ্চিত করেছেন ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানান, ডাচ এই রাইটব্যাককে দলে নিতে লিভারপুলের খরচ হচ্ছে ৩৫ মিলিয়ন ইউরো। ফ্রিম্পংয়ের রিলিজ ক্লজের পুরো অর্থই পরিশোধ করছে লিভারপুল এবং তার সঙ্গে ৫ বছরের চুক্তি সম্পন্ন হয়েছে।

এই চুক্তির মাধ্যমে তিনি সরাসরি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন।

একই দিনে লিভারপুল তাদের রাইটব্যাক পজিশনের শক্তি আরও বাড়িয়েছে। তরুণ এবং প্রতিশ্রুতিশীল রাইটব্যাক কনর ব্র‍্যাডলির সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করেছে ক্লাবটি। ট্রান্সফার উইন্ডো আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই একদিনে দুটি গুরুত্বপূর্ণ খবর পেল লিভারপুল ভক্তরা।

ফ্যাব্রিজিও রোমানো আরও জানান, ফ্রিম্পং এবং লিভারপুলের মধ্যে ব্যক্তিগত চুক্তি গত সপ্তাহেই সম্পন্ন হয়েছিল। বাকি ছিল কেবল দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা, যা শনিবার চূড়ান্ত হয়েছে।

প্রিমিয়ার লিগে ফ্রিম্পং তার স্বদেশি কোচ আর্নে স্লটের অধীনে খেলবেন। এ ছাড়াও, লিভারপুল স্কোয়াডে তিনি জাতীয় দলের দুই সতীর্থ ভার্জিল ভ্যান ডাইক এবং কোডি গাকপোকেও পাবেন।