রবিবার, ১৮ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০২:৪৫ পিএম

ভিএআর সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ হালান্ডের, কথা বলতে নারাজ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০২:৪৫ পিএম

ভিএআর সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ হালান্ডের, কথা বলতে নারাজ গার্দিওলা

হালান্ডকে এভাবেই ফিরিয়ে দিয়েছেন ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন। ছবি: সংগৃহীত

ওয়েম্বলিতে গতকাল রাতে এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসনের দুর্দান্ত নৈপুণ্যে গোলবঞ্চিত হলেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। 

ম্যাচে ১-০ গোলে সিটিজেনদের হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা নিজেদের করে নিল ক্রিস্টাল প্যালেস।

ম্যাচের ২৪ মিনিটে বক্সের বাইরে হেন্ডারসনের হাতে হালান্ডের একটি নিশ্চিত গোল বাঁচানো নিয়ে দীর্ঘ সময় ধরে ভিএআর পর্যবেক্ষণ করা হয়। রিপ্লেতে দেখা যায়, হেন্ডারসন বক্সের বাইরে বল স্পর্শ করেছেন। 

রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল এবং তার সহকারীরা দীর্ঘক্ষণ ধরে বিষয়টি খতিয়ে দেখায় মনে হচ্ছিল প্যালেস গোলরক্ষক লাল কার্ড পেতে পারেন।

তবে ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বহাল থাকে, যেখানে মনে করা হয় হালান্ডের স্পষ্ট গোলের সুযোগ ছিল না কারণ বলটি মাঠের অন্য পাশ দিয়ে যাচ্ছিল।

ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন বিতর্কিত ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই ম্যানচেস্টার সিটি শিবিরে হতাশা দেখা যায়। কারণ ওই গোলটি হলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত। 

তবে ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা হেন্ডারসনের ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, ‘আমি তো রেফারি নই।’

অন্যদিকে, ম্যাচ শেষে সম্ভাব্য হ্যান্ডবলের ঘটনা নিয়ে কথা বলেছেন হেন্ডারসন নিজেই। প্যালেস গোলরক্ষক বলেন, ‘সত্যি বলতে ভিএআরের মাধ্যমে যাচাই বাছাইয়ের যে ব্যাপার চলে আসবে, সেটা আমি জানতাম না। 

বলটা বক্সের দিকে চলে এসেছিল। আমি নিশ্চিত ছিলাম না যে, তারা কী করতে যাচ্ছে। কে কী ভাবলেন, তাতে কিছু যায় আসে না।’

ক্রিস্টাল প্যালেসের ঐতিহাসিক জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক ডিন হেন্ডারসন। ম্যাচের ১৬ মিনিটে মিডফিল্ডার এবেরেচি এজের একমাত্র গোলে জয় নিশ্চিত করে প্যালেস।

পুরো ম্যাচে ৭৯ শতাংশ বল দখলে রেখে ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষের গোলমুখে ৬টি শট নিলেও হেন্ডারসন ছিলেন চীনের প্রাচীর। 

এমনকি ৩৬ মিনিটে ওমর মারমুশের পেনাল্টিও দারুণ দক্ষতায় রুখে দেন তিনি।
 

রূপালী বাংলাদেশ

Link copied!