দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার মর্যাদার লড়াই ফিনালিসিমা। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ২০২৬ সালের ২৩ থেকে ৩১ মার্চের আন্তর্জাতিক বিরতিতে মেক্সিকো সিটিতে এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গত বছর একই সময়ে ইউরো চ্যাম্পিয়ন হয় স্পেন এবং কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর থেকেই ফুটবলপ্রেমীদের চোখ ছিল এই দুই মহাদেশের সেরা দলের লড়াইয়ের দিকে।
২০২২ সালে দীর্ঘ বিরতির পর পুনরায় শুরু হওয়া ফিনালিসিমার আগের আসরে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শিরোপা ঘরে তোলে লিওনেল মেসির আর্জেন্টিনা।
২০২৪ সালে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতে আবারও ফিনালিসিমায় খেলার যোগ্যতা অর্জন করে আর্জেন্টিনা। অন্যদিকে, ইউরোর শিরোপা পুনরুদ্ধার করে তাদের প্রতিপক্ষ হিসেবে নির্বাচিত হয় স্পেন।
ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল মূলত ঠাসা ক্রীড়াসূচির কারণে। আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলও ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। বিশ্বকাপের বাছাইপর্ব এবং উয়েফা নেশনস লিগের ঠাসা সূচিতে ফিনালিসিমা আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজে পাওয়া যাচ্ছিল না।
তবে সকল অনিশ্চয়তা দূর করে অবশেষে ম্যাচটি আয়োজনের সবুজ সংকেত পাওয়া গেছে। সম্প্রতি প্যারাগুয়েতে অনুষ্ঠিত ৭৫তম ফিফা কংগ্রেসে এই ম্যাচ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর নিশ্চিত করেছে উয়েফা।
যদিও সংস্থাটি আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি, মার্কা তাদের প্রতিবেদনে সম্ভাব্য সময়সূচি উল্লেখ করেছে।
আপনার মতামত লিখুন :