বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার আসন্ন ফুটবল ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির কার্যক্রম ৮ ঘণ্টা পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ (শনিবার) দুপুর ১২টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও, এখন তা রাত ৮টা থেকে শুরু হবে।
এই আকস্মিক সিদ্ধান্তের কারণ হিসেবে বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস একটি বৈঠকের কথা উল্লেখ করেছেন।
তিনি জানান, তাদের একটি সভা থাকায় টিকিট বিক্রি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে, তিনি আশ্বস্ত করেছেন যে, অনলাইন টিকিট বিক্রির সব প্রস্তুতি সম্পন্ন।
এবারই প্রথমবারের মতো অনলাইন টিকিট সিস্টেমে প্রবেশ করছে বাফুফে। ‘টিকিফাই’ নামক একটি প্ল্যাটফর্ম তাদের ওয়েবসাইটে (টিকিফাই ডট লাইভ) এই টিকিট বিক্রি করবে।
গ্রাহকদের নাম, মোবাইল নম্বর, ই-মেইল এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করার পর পেমেন্ট সম্পন্ন হলে ই-মেইলে টিকিট পাঠানো হবে। একজন গ্রাহক সর্বোচ্চ পাঁচটি টিকিট কিনতে পারবেন।
এদিকে অনলাইন টিকিট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণার পর এভাবে ৮ ঘণ্টা কার্যক্রম পিছিয়ে যাওয়ায় ফুটবলাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া ও কৌতূহল দেখা দিয়েছে।
এই নতুন অনলাইন পদ্ধতি কতটা কার্যকর হয়, তা নিয়ে আগ্রহ রয়েছে সবার।
আপনার মতামত লিখুন :