অবশেষে স্বপ্ন পূরণ হলো প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)-এর! চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো ফরাসি জায়ান্টরা।
আজ রোববার (১ জুন) মিউনিখে অনুষ্ঠিত এই ফাইনালে পিএসজির দাপটের কাছে দাঁড়াতেই পারেনি ইতালীয় ক্লাব ইন্টার।
ম্যাচের শুরু থেকেই পিএসজি তাদের আক্রমণাত্মক ফুটবল দিয়ে ইন্টারকে কোণঠাসা করে ফেলে। ম্যাচের ১২ মিনিটের মাথায় প্রথম গোলটি আসে ইন্টারের সাবেক খেলোয়াড় আশরাফ হাকিমির পা থেকে, যা পিএসজিকে এগিয়ে দেয়।
তবে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন ১৯ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড দেজিরে ডুয়ি। তার নিখুঁত শট খেলার ২০ মিনিটে পিএসজির লিড দ্বিগুণ করে। এবং বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটের মাথায় আরও একটি দুর্দান্ত গোল করে তিনি নিজের জোড়া গোল পূর্ণ করেন।
৩-০ গোলে এগিয়ে যাওয়ার ১০ মিনিট পর, ম্যাচের ৭৩ মিনিটে খভিচা কভারাতসখেলিয়া পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন, যা ইন্টারের সব প্রতিরোধ ভেঙে দেয়।
এরপর ম্যাচের ৮৬ মিনিটে আবার গোল করেন পিএসজি। ১৮ বছর বয়সী বদলি খেলোয়াড় সেনি মায়ুলু আরও একটি গোল করে ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এবং পিএসজির ৫-০ গোলের বিশাল জয় নিশ্চিত করেন।
এই ঐতিহাসিক জয়ের ফলে পিএসজি ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ ক্লাব শিরোপা প্রথমবারের মতো নিজেদের ঘরে তুললো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন