বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১১:৩৬ এএম

মিয়ানমারের বিপক্ষে আজ বাংলাদেশের ‘অলিখিত ফাইনাল’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১১:৩৬ এএম

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্যে আজ এক ঐতিহাসিক ম্যাচের সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৩টায় স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা।

এই ম্যাচে জয় পেলেই প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার দুয়ার খুলে যাবে বাংলাদেশের জন্য। ড্র করলেও স্বপ্ন টিকে থাকবে, তবে হারলে বিদায়ের ঘণ্টা বাজতে পারে।

প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই আজ মিয়ানমারের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে নামবে ঋতুপর্ণা, আফঈদা, স্বপ্না রানীরা।

গ্রুপ সেরা হয়েই এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

তবে প্রতিপক্ষ মিয়ানমার ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১২৮) চেয়ে অনেকটাই এগিয়ে, তাদের অবস্থান ৫৫ নম্বরে।

২০১৮ সালের অলিম্পিক বাছাইপর্বে এই ইয়াঙ্গুনেই মিয়ানমারের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে প্রথমার্ধে দুই এবং শেষ ছয় মিনিটে আরও দুই গোল হজম করেছিল বাংলার বাঘিনীরা।

মিয়ানমার দল দুইবার আসিয়ান নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং পাঁচবার নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেললেও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি। ঘরের মাঠে দর্শক সমর্থনও তাদের পক্ষেই থাকবে।

তবে বাংলাদেশ কোচ পিটার বাটলার জানিয়েছেন, মিয়ানমারকে ভয় পাচ্ছে না তার দল। জয়ের প্রত্যয় নিয়েই মাঠে নামবে মেয়েরা।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় মিডফিল্ডার স্বপ্না রানী বলেন, আজ আমাদের বড় ম্যাচ। সবাই ম্যাচের দিকে মনোযোগ রাখছি। কোচ যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবেই খেলার চেষ্টা করব।

আশা করি, একটা ভালো ম্যাচ হবে। দেশবাসীর কাছে চাওয়া থাকবে, সবাই আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, যাতে আমরা ভালো খেলে জিততে পারি।

মিয়ানমার সফরের আগে এশিয়ান কাপ বাছাইয়ে টানা পাঁচ ম্যাচ হেরেছিল বাংলাদেশ। সেই হতাশার বৃত্ত ভেঙে বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় বাংলাদেশকে নতুনভাবে উজ্জীবিত করেছে।

‘সি’ গ্রুপে বাংলাদেশ ও মিয়ানমারের পয়েন্ট সমান ৩। তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক মিয়ানমার, যারা তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছিল।

আগামী ৫ জুলাই র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় প্রত্যাশিত হলেও, এশিয়ান কাপের স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশের আসল পরীক্ষা আজই।

আফঈদা খন্দকার ও তার সতীর্থরা যেন আজ এক অলিখিত ফাইনাল খেলতে নামছেন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!