সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০২:০০ পিএম

গ্লোবাল সুপার লিগে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০২:০০ পিএম

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

প্রাথমিকভাবে রংপুর রাইডার্সের হয়ে সাকিবের খেলার গুঞ্জন থাকলেও, দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে সাবেক এই বাংলাদেশ অধিনায়ককে স্কোয়াডে রাখেনি বিপিএল ফ্র্যাঞ্চাইজিটি। তবে সেই শঙ্কা কেটে গেছে, দুবাই ক্যাপিটালস সাকিবকে দলে অন্তর্ভুক্ত করেছে।

দুবাই ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের ছবি দিয়ে এই খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার (সাকিব আল হাসান) আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।

সব ঠিক থাকলে জিএসএল-এ নিজের সাবেক বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের বিপক্ষেই মাঠে নামবেন সাকিব।

আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের পাঁচটি দল নিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল এবং এবারও দলসংখ্যা অপরিবর্তিত রয়েছে।

জিএসএল-এ রংপুর রাইডার্স ও দুবাই ক্যাপিটালস ১৬ জুলাই একে অপরের মুখোমুখি হবে। এর আগে, সাকিবের দল দুবাই ক্যাপিটালস ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে।

এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেন্স এবং ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে।

উল্লেখ্য, এই লিগে কোনো প্লে-অফ রাউন্ড নেই। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে। শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই।

দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে সাকিব আল হাসান সতীর্থ হিসেবে পাবেন রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, সেদিকউল্লাহ অটল এবং নিরোশান ডিকভেলার মতো তারকা ক্রিকেটারদের।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!