শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৫:৫১ এএম

পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৫:৫১ এএম

জোড়া গোল করেন জোয়াও পেদ্রো ।      ছবি- সংগৃহীত

জোড়া গোল করেন জোয়াও পেদ্রো । ছবি- সংগৃহীত

চেলসির জার্সিতে প্রথমবার মূল একাদশে খেলতে নেমেই নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে জোড়া গোল করে দলকে ফাইনালে তুলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পা রাখে চেলসি। ২৩ বছর বয়সী পেদ্রো ফ্লুমিনেন্স একাডেমিতে ১০ বছর বয়সে যোগ দেন এবং ২০২০ সালে ওয়াটফোর্ডে পাড়ি জমান।

গত ২ জুলাই ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেন তিনি। ফ্লুমিনেন্সের বিপক্ষে দুই গোলের পরও উদযাপন না করে সাবেক ক্লাবের প্রতি শ্রদ্ধা জানান তিনি-প্রথম গোলে দুই কদম উদযাপনের পরই হাত জোড় করে থেমে যান।

এদিন খেলায় চেলসি এগিয়ে যায় ম্যাচের ১৮তম মিনিটে, যখন ফ্লুমিনেন্সের ফরোয়ার্ড জার্মান কানো বল হারালে চেলসির পেদ্রো দারুণ এক ক্রসে বল এগিয়ে নেন। ডিফেন্ডারের পা থেকে বল পেড্রোর পায়ে চলে এলে, তিনি ২০ গজ দূর থেকে দারুণ এক শর্টে বল জাল খুঁজে নেন। দ্বিতীয় গোল আসে খেলার ৫৬তম মিনিটে।

ফাকুন্দো বার্নাল বল হারালে পেদ্রো বল পেয়ে কোল পামারের কাছে পৌঁছে দেন। পামার তিন ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়ান এনজো ফার্নান্দেজের কাছে, যিনি নিখুঁত পাস দেন জোয়াও পেদ্রোকে। ইগনাসিওকে কাটিয়ে পেদ্রো গোল করে চেলসি ২-০ লিডে এগিয়ে দেন। ম্যাচের ২৭তম মিনিটে হেরকিউলেসের শট গোললাইন থেকে সেভ করেন মার্ক কুকুরেয়া।

৩৫তম মিনিটে ফ্লুমিনেন্স একটি পেনাল্টি পেলেও ভিএআর রিভিউয়ে দেখা যায় চেলসির ডিফেন্ডার ত্রেভোহ চালোবাহর হাতে বল লাগা স্বাভাবিক ছিল। ফলে রেফারি ফ্রঁসোয়া লেতেক্সিয়ে সিদ্ধান্ত বদলান।

এদিকে আজ চেলসির মিডফিল্ডার মইসেস কাইসেদো শেষ সময় চোট পেয়ে মাঠ ছাড়েন। যা কিছুটা উদ্বেগের কারণ হতে পারে দলের জন্য। ফাইনালে চেলসি মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইন ও রিয়াল মাদ্রিদের মধ্যকার বিজয়ীর সঙ্গে। ইউরোপীয় দলগুলো এটি নিয়ে ১২ বার টানা ও ২১ বারের মধ্যে ১৭ বার শিরোপা জয়ের পথে রয়েছে। চেলসির লক্ষ্য এবার তাদের দ্বিতীয় ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়। প্রথমবার তারা জিতেছিল ২০২১ সালে।

এদিন ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিতে মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৭০,৫৫৬ জন দর্শক। যা ধারণক্ষমতার চেয়ে ১০-১৫ শতাংশ কম। খেলা শুরুতে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।যা অনুভূত হয়েছিল ৪০ ডিগ্রির মতো। গরমের কারণে ফিফা টিকিটের দামও কমিয়ে আনে-৪৭৩.৯০ ডলার থেকে মাত্র ১৩.৪০ ডলারে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!