বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ন্যু নতুন করে উদ্বোধন উপলক্ষে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বড় কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানানো হবে শুক্রবার এমন একটি খবর ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে, যে খবরে বলা হয়েছিল, ২০২৬ সালের গ্রীষ্মে পূর্ণ দর্শক ধারণক্ষমতা নিয়ে মাঠটির উদ্বোধনী ম্যাচে অংশ নিতে সম্মতি দিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আর্জেন্টাইন তারকা।
তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা নিশ্চিত করেছে, এই দাবির কোনো ভিত্তি নেই। বাস্তবে এখন পর্যন্ত মেসি বা তার প্রতিনিধিদের সঙ্গে বার্সেলোনা কর্তৃপক্ষের কোনো ধরনের যোগাযোগ হয়নি।
২০২১ সালে বার্সেলোনা ছাড়ার সময় চোখের জলে বিদায় জানিয়েছিলেন মেসি। অর্থনৈতিক সংকটের অজুহাতে ক্লাব যখন তাকে ধরে রাখতে ব্যর্থ হয় তখন তিনি ছিলেন ভীষণ হতাশ। সেই আঘাত এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি।
সেই সময় থেকে এখন পর্যন্ত ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে মেসির সরাসরি কোনো কথা হয়নি। উল্টো মেসির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, ক্লাবের বর্তমান নেতৃত্বের প্রতি তার আস্থার অভাব রয়ে গেছে।
লাপোর্তা যখন বার্সার ১২৫ বছর পূর্তি উদ্যাপনে মেসিকে যুক্ত করতে চেয়েছিলেন তখনও সরাসরি কোনো আমন্ত্রণ পাঠানো হয়নি। এরপরও মেসি একটি সাক্ষাৎকার ও ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানটিতে নিজেকে জড়িয়েছিলেন।
বিশ্বকাপজয়ী এই মহাতারকা বহুবার বলেছেন, ‘বার্সা সবসময় আমার হৃদয়ে থাকবে।’ তবে সেই ভালোবাসা বর্তমান ক্লাব প্রশাসনের ওপর ছড়ায় না।
তাই স্পটিফাই ক্যাম্প ন্যুয়ের নতুন উদ্বোধনে তাকে কেন্দ্রীয় চরিত্র বানানোর পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়ন এখনও অনিশ্চিত।
আপনার মতামত লিখুন :