মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০১:২৬ এএম

ইতালিতে লুকা মদ্রিচের নতুন অধ্যায় শুরু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০১:২৬ এএম

লুকা মদ্রিচ। ছবি- সংগৃহীত

লুকা মদ্রিচ। ছবি- সংগৃহীত

ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার ও রিয়াল মাদ্রিদে দীর্ঘ ১৩ বছর কাটানো লুকা মদ্রিচ অবশেষে নতুন ঠিকানায় পা রাখলেন। সোমবার আনুষ্ঠানিকভাবে সিরি আ ক্লাব এসি মিলান ঘোষণা দেয়, তারা এক বছরের চুক্তিতে ৩৯ বছর বয়সী এই তারকাকে দলে ভিড়িয়েছে, যা ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগসহ করা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া মিলান কোচ মাস্সিমিলিয়ানো আলেগ্রি এর আগেই এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

সোমবার (১৪ জুলাই) এসি মিলানের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় মদ্রিচ বলেন, আমি খুবই খুশি যে, আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে এসি মিলানে এসেছি।

এসি মিলান নিশ্চিত করেছে, মদ্রিচ ক্লাবের হয়ে ১৪ নম্বর জার্সি পরবেন যে নম্বরটি তিনি টটেনহ্যাম হটস্পারে খেলাকালীনও পরতেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফকে সম্মান জানিয়ে।

২০১৮ সালে ব্যালন ডি'অর জয়ী মদ্রিচ একবার বলেছিলেন, অনেকে যখন আমাকে ক্রুইফের সঙ্গে তুলনা করে, সেটা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি ১৪ নম্বর পরতাম তার সম্মানেই, কারণ তখন ১০ নম্বর জার্সি পাওয়া যায়নি।

এর আগে মে মাসে তিনি ঘোষণা দিয়েছিলেন, ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়বেন। রিয়ালের হয়ে তিনি ৫৯৭টি ম্যাচ খেলেছেন এবং ২৮টি শিরোপা জিতেছেন, যার মধ্যে রয়েছে ৪টি লা লিগা ও ৬টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

তার শেষ ম্যাচ ছিল গত বুধবার, ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হারের ম্যাচে। ওই ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নামেন।

ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, একটা তিক্ত সমাপ্তি, কিন্তু সে রিয়াল ও বিশ্ব ফুটবলের একজন কিংবদন্তি। তাকে মাত্র ২৫ মিনিটের জন্য কেউ মনে রাখবে না সে স্মরণীয় থাকবে তার অসাধারণ অবদানের জন্য।

জাতীয় দল ক্রোয়েশিয়ার ইতিহাসেও মদ্রিচের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। দেশের হয়ে সর্বোচ্চ ১৮৮টি ম্যাচ খেলে করেছেন ২৮টি গোল। ২০১৮ বিশ্বকাপে দলকে প্রথমবারের মতো ফাইনালে তুলেছিলেন এবং সেই আসরে গোল্ডেন বল জেতেন। একই বছর ডিসেম্বরে মেসি-রোনালদো যুগের আধিপত্য ভেঙে ব্যালন ডি’অর জেতেন তিনি।

মদ্রিচের আগমনে এসি মিলানের মাঝমাঠে নতুন শক্তি যুক্ত হলো। বর্তমান স্কোয়াডে রয়েছেন ইউসুফ ফোফানা, ইউনুস মুসা, রুবেন লফটাস-চিক, এবং সদ্য টরিনো থেকে আগত সামুয়েল রিচ্চি।

গত মৌসুমে সিরি আ-তে অষ্টম স্থান পাওয়া মিলান কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেনি। ২০২৫-২৬ মৌসুম শুরু করবে ২৩ আগস্ট ক্রেমনেসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

Shera Lather
Link copied!