শনিবার, ১৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৮:০৯ এএম

কোয়ার্টারে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরো সেমিতে স্পেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৮:০৯ এএম

খেলা শেষ হওয়ার পর স্প্যানিশ খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি- সংগৃহীত

খেলা শেষ হওয়ার পর স্প্যানিশ খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি- সংগৃহীত

ইউরো নারী ফুটবলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। শনিবার কোয়ার্টার ফাইনালে তারা সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে পা রেখে সেমিতে।

খেলা শেষ হওয়ার পর স্প্যানিশ খেলোয়াড়দের উচ্ছ্বাসে যেন ধরা পড়ল এক ঐতিহাসিক দেয়াল ভেঙে এগিয়ে যাওয়ার মুহূর্ত। জয় উদযাপনে তারা মাঠেই দলীয় ছবি তুলল, কোচিং স্টাফদের ডেকে নিল নিজেদের আনন্দ ভাগাভাগিতে।

এমনকি মাঠে খেলোয়াড়দের মধ্যে দেখা গেল দৌড়ঝাঁপের মজার মুহূর্তও। তবে এই উদযাপন শুধু জয় নয়, সম্মান প্রদর্শনেরও।

সুইজারল্যান্ড দলকে ম্যাচশেষে ‘গার্ড অব অনার’ দিয়ে বিদায় জানায় স্পেন, যা তাদের প্রতি শ্রদ্ধার প্রকাশ হিসেবেই দেখা যাচ্ছে। কেননা ম্যাচের প্রথম এক ঘণ্টা সুইসদের রক্ষণে আটকে ছিল স্পেন।

এমনকি প্রথমার্ধে তারা কোনো গোলই করতে পারেনি—যা ছিল এই টুর্নামেন্টে তাদের জন্য প্রথমবারের মতো।

ম্যাচের ৬২তম মিনিটে কোচ মন্তসে তোমে আক্রমণে পরিবর্তন আনেন। লেইলা ওয়াহাবি ও আথেনেয়া দেল কাস্তিয়োকে মাঠে নামানো হয়। ঠিক চার মিনিট পরেই আসে প্রথম গোলটি।

আইতানা বোনমাতি এক চমৎকার ফ্লিকে বল এগিয়ে দেন আথেনেয়াকে, যিনি দুর্দান্ত ফিনিশে জালের ঠিকানা খুঁজে নেন।

সুইস গোলকিপার লিভিয়া পেংয়ের করার কিছু ছিলো না, কারণ স্পেনের চাপ তখন এতটাই তীব্র ছিল যে গোল আসাটা ছিল সময়ের ব্যাপার মাত্র।

এরপর ৭২তম মিনিটে স্পেনের আরেক তরুণ তারকা ক্লদিও পিনা ২৫ গজ দূর থেকে এক অসাধারণ শটে বল জড়ান জালে, যা নিঃসন্দেহে ম্যাচের সেরা গোলগুলোর একটি।

ম্যাচজয়ী পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন আয়তানা বোনমাতি।

ম্যাচ শেষে তিনি বলেন, আমি সবসময় শান্ত ছিলাম, জানতাম গোল আসবেই।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!