নেপালের বিপক্ষে আসন্ন দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী এবং কানাডিয়ান লিগে খেলা শমিত সোমকে দলের সঙ্গে পাচ্ছে না।
দুই খেলোয়াড়ই তাদের নিজ নিজ ক্লাবের ব্যস্ততার কারণে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না।
বাফুফে সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য শুরুতে ইউরোপীয় দলগুলোর সঙ্গে যোগাযোগ করলেও, শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে ম্যাচ দুটি চূড়ান্ত হয়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার জাতীয় দল কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
মূলত, অক্টোবরে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রীতি ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।
তবে, এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সঙ্গে থাকছেন না হামজা চৌধুরী ও শমিত সোম। লেস্টার সিটিতে ফিরে যাওয়া হামজা বর্তমানে তার দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত আছেন।
অন্যদিকে, কানাডার শীর্ষ ক্লাব কাভালরি সিটির হয়ে শমিতের লিগের ম্যাচ থাকবে সেপ্টেম্বরে। জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন নিশ্চিত করেছেন, ওরা ব্যস্ত থাকবে ওই সময়ে, তাই আসতে পারবে না।
এর আগে গত জুন মাসে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল শমিতের। ম্যাচের পুরো সময়ে দাপটের সাথে খেলছেন শমিত।
৬টি গোলের আশা জাগিয়েও পারেননি গোল করতে। সেই ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরের সাথে হেরে যায় বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :