অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যার সমতুল্য’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের শতাধিক বিশিষ্ট ইহুদিরা। জাতিসংঘ ও বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে তারা ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ ও আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশিত ওই চিঠিতে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে সরকারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন চার শতাধিক ইহুদি বুদ্ধিজীবী, শিল্পী, লেখক ও সাবেক ইসরায়েলি কর্মকর্তা। ঘটনাটি এমন এক সময় সামনে এসেছে, যখন ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন ইউরোপীয় নেতারা।
চিঠিতে বলা হয়েছে, ‘আমরা ভুলে যাইনি যে মানবজীবনের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত আইন, সনদ ও কনভেনশনগুলোর অনেকগুলোই হলোকস্টের ভয়াবহ অভিজ্ঞতার পর তৈরি হয়েছিল। কিন্তু সেই সুরক্ষাগুলোকেই আজ নিরলসভাবে লঙ্ঘন করছে ইসরায়েল।’
এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন নেসেটের সাবেক স্পিকার আভ্রাহাম বার্গ, ইসরায়েলি শান্তি আলোচক ড্যানিয়েল লেভি, লেখক মাইকেল রোজেন ও নাওমি ক্লেইন, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন গ্লেজার, অভিনেতা ওয়ালেস শন ও ইলানা গ্লেজার এবং দার্শনিক ওমরি বোহম।
বিশ্বনেতাদের প্রতি তারা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রায় বাস্তবায়ন, ইসরায়েলের সঙ্গে অস্ত্র বিক্রি বন্ধ এবং যেসব ইসরায়েলি কর্মকর্তা ও প্রতিষ্ঠান যুদ্ধাপরাধে জড়িত, তাদের ওপর লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন।
চিঠিটি এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বে ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে ইহুদি সম্প্রদায়ের মধ্যেও মতপার্থক্য বেড়েছে।
ওয়াশিংটন পোস্ট–এর সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন ইহুদি বিশ্বাস করেন যে ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে, এবং ৩৯ শতাংশের মতে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। আগস্টে পরিচালিত কুইনিপিয়াক–এর এক পৃথক জরিপে দেখা গেছে, মোট মার্কিন ভোটারের অর্ধেকই একই মত পোষণ করেন।
২০২৩ সালের অক্টোবর মাসে ফিলিস্তিনি সংগঠন হামাসের আকস্মিক হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন, এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে, যা পরবর্তীতে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার জন্ম দেয়। যুদ্ধের ভয়াবহতা ফিলিস্তিনিদের প্রতি বৈশ্বিক সহমর্মিতা ও সমর্থনের ঢেউ তোলে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত দুই বছরে অন্তত ৬৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৯০ শতাংশ বাসিন্দা ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন