আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের আগে কোচ সংকটে পড়েছে বাংলাদেশ।
‘সি’ গ্রুপে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে এখনো দলের প্রধান কোচের নাম চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতে প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।
আগের এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্বে ছিলেন হাভিয়ের কাবরেরা। তবে এবার জাতীয় দল ও যুব দলের খেলা একই সময়ে হওয়ায় নতুন কোচ খুঁজছে বাফুফে।
কিন্তু নিয়োগ দেওয়ার মতো যোগ্য এবং আগ্রহী কাউকে পাচ্ছে না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
গত সপ্তাহে তাবিথ আউয়ালের নেতৃত্বে জাতীয় দল কমিটির সভায় জানানো হয়েছিল যে, এক সপ্তাহের মধ্যে অনূর্ধ্ব-২৩ দলের কোচের বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু বৃহস্পতিবারের সভাতেও এই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
জানা গেছে, আবাহনীর কোচ মারুফুল হক এবং এর আগে অনূর্ধ্ব-২৩ দলে দায়িত্ব পালন করা জুলফিকার মাহমুদ মিন্টু কেউই এই মুহূর্তে দায়িত্ব নিতে রাজি হননি। ফর্টিস এফসির কোচ মাসুদ কায়সার পারভেজও ‘না’ করে দিয়েছেন।
এদের বাইরে এএফসি প্রো-লাইসেন্সধারী যারা আছেন, তাদের মধ্যে কাউকে আবার বাফুফে চাইছে না। এই পরিস্থিতিতে গুঞ্জন চলছে, শেষ পর্যন্ত বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুই হয়তো ক্যাম্প শুরু করতে পারেন।
কোচ এবং প্রস্তুতির শুরুর দিনক্ষণ চূড়ান্ত না হলেও, প্রবাসীদের তালিকা ঠিক করেছে বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে মূল দলে অভিষেক হওয়া ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় থাকা কিউবা মিচেল—এই দুই প্রবাসী ফুটবলারকে ক্যাম্পে ডাকা হচ্ছে, যা এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে।
তবে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আর মাত্র মাস দেড়েক বাকি, অথচ দলের প্রস্তুতি এবং কোচের বিষয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় ফুটবল মহলে উদ্বেগ বাড়ছে।
এদিকে সময়মতো সঠিক প্রস্তুতি ছাড়া ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরের মতো দলগুলোর বিপক্ষে ভালো ফল করা বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে।
আপনার মতামত লিখুন :