শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০২:৫৯ পিএম

লিভারপুলে যেতে মরিয়া আলেকজান্ডার ইসাক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০২:৫৯ পিএম

আলেকজান্ডার ইসাক। ছবি- সংগৃহীত

আলেকজান্ডার ইসাক। ছবি- সংগৃহীত

নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক এখন স্পেনের সান সেবাস্তিয়ানে, তবে এই সফরের বিষয়ে ক্লাবের কোনো অনুমোদন ছিল না বলেই জানালেন নিউক্যাসল কোচ এডি হাউ।

তার মতে, এই পরিস্থিতি আদর্শ থেকে অনেক দূরে এবং জটিল।

ইসাক বর্তমানে নিউক্যাসল স্কোয়াডের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সফরে নেই। বলা হচ্ছে, তিনি উরুর চোটের কারণে বিশ্রামে আছেন। কিন্তু এদিকে তার প্রতিনিধি ও এজেন্টের সঙ্গে মিলে লিভারপুলে যাওয়ার চেষ্টার খবর আরও জোড়ালো হচ্ছে।

লিভারপুল ইতোমধ্যে ইসাককে কেনার জন্য ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে, যা শুক্রবার নিউক্যাসল প্রত্যাখ্যান করে।

তবে ক্লাব-সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, গত মাসে অনানুষ্ঠানিক আলোচনায় আলোচ্য অঙ্ক ছিল আরও ১০ মিলিয়ন বেশি, ফলে তারা লিভারপুলের আচরণে হতবাক।

এ প্রসঙ্গে এডি হাউ বলেন, আমি ওর অবস্থান সম্পর্কে মূলত মিডিয়ার মাধ্যমেই জেনেছি। এই দিক থেকে আমি বিস্তারিত কিছু বলতে পারি না। এটা একদমই আদর্শ পরিস্থিতি নয় এবং বিষয়টা বেশ জটিল।

তিনি আরও বলেন, গতকাল (শুক্রবার) একটি প্রস্তাবের কথা জানানো হয় আমাকে, যেটা ক্লাব প্রত্যাখ্যান করেছে—আমি বিষয়টা তখনো জানতাম না।

ইংল্যান্ডে যারা আছে, তারাই বিষয়টি দেখাশোনা করছে। সামনে কী হবে আমি জানি না। আমরা এখনো ইসাককে পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আমি চাই তাকে নিউক্যাসলের জার্সিতে আবার খেলতে দেখতে।

তবে ক্লাবের ভেতরে ইসাকের প্রতি কিছুটা সহানুভূতিও আছে। অনেকেই মনে করছেন, তিনি ভুল পরামর্শ পেয়েছেন। একইসঙ্গে লিভারপুলের আচরণেও রয়েছে বিস্ময় ও অসন্তোষ।

লিভারপুলের কারণে ইসাক ‘উসকানি’ পেয়েছেন কিনা, এমন প্রশ্নে হাউ বলেন, এই ধরণের বিষয়ে মন্তব্য করা কঠিন। বাস্তবতাকে সামনে রেখেই এগোতে হয়। বাস্তবতা হলো, লিভারপুল প্রথম প্রস্তাব দিয়েছে এবং সেটা প্রত্যাখ্যাত হয়েছে। এখন দেখা যাক কী হয়।

তিনি যোগ করেন, আমরা নিজেরা সঠিক পথে থাকতে চেষ্টা করি। অন্য ক্লাব কী করছে, সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!