আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত দেখা যাচ্ছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এবার তিনি নাম লিখিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল), যেখানে তিনি খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসে।
নতুন চ্যালেঞ্জের আগে সাকিব জানিয়েছেন, এই টুর্নামেন্টে তিনি দুর্দান্ত কিছু করতে চান।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের সঙ্গে যোগ দেওয়ার পর একটি ভিডিওতে সাকিব তার রোমাঞ্চের কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এখানে ফিরে আসতে পেরে অনেক ভালো লাগছে।
মাঠে নামার ব্যাপারে আমি দারুণ রোমাঞ্চিত এবং সিপিএলে খেলার জন্য মুখিয়ে আছি। আগেও বেশ কয়েকবার খেলেছি বিভিন্ন দলে, আশা করি এই বছরটিও আমার হবে।’
দলের সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, আমাদের দলটি অনেক ভালো, মাঠে এবং মাঠের বাইরেও। পল নিক্সন এবং কার্টলি অ্যামব্রোসের মতো কিংবদন্তিদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ হবে।
দলে অনেক তরুণ খেলোয়াড়ও আছে। যদি আমরা ভালোভাবে এক হতে পারি, তাহলে একটি ভালো টুর্নামেন্ট কাটাতে পারব।
নিজের ভূমিকা নিয়ে সাকিব বলেন, আমি চাই ব্যাটিং এবং বোলিং—দুই বিভাগেই দলের জন্য অবদান রাখতে। ক্যারিবিয়ানে অনেক কিংবদন্তি ক্রিকেটার আছেন, স্যার ভিভিয়ান রিচার্ডস তাদের মধ্যে একজন।
এমন স্টেডিয়ামে খেলতে পারা দারুণ হবে। আশা করি তার সঙ্গে দেখা হবে এবং অভিজ্ঞতা বিনিময় হবে।
সিপিএলের ত্রয়োদশ আসরের পর্দা উঠবে শুক্রবার। উদ্বোধনী ম্যাচেই সাকিবের দল অ্যান্টিগা লড়বে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে। বাংলাদেশের সময় অনুযায়ী ভোর ৫টায় শুরু হবে এই রোমাঞ্চকর লড়াই।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন