বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৪:০৮ পিএম

ফ্রান্স কোচকে নিয়ে যা বললেন মারিয়াস ট্রেসর

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৪:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফ্রান্সের ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি ডিফেন্ডার মারিয়াস ট্রেসর মনে করেন, দিদিয়ে দেশচ্যাম্পসের কোচিংয়ে ফরাসি দলের অর্জনকে এক শব্দে বর্ণনা করা যায়। সেই শব্দটি হলো ‘অসাধারণ’।

২০১২ সালে যখন দিদিয়ে দেশচ্যাম্পস ফরাসি দলের কোচের দায়িত্ব নেন, তখন দলটি ছিল বেশ সমস্যায় জর্জরিত। কিন্তু তার নেতৃত্বে খুব দ্রুতই দলটা সঠিক পথে ফিরে আসে। 

তার অধীনে ফ্রান্স ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৬ সালের ইউরো ফাইনাল, ২০১৮ সালের বিশ্বকাপ জয় এবং ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল খেলে। 

ট্রেসরের মতে, এই ধারাবাহিক সাফল্য নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে দেশচ্যাম্পসের খেলার ধরন নিয়ে যে সমালোচনা হয়, তাতে তিনি বেশ হতাশ।

ফিগারোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রেসর বলেন, এত বড় সাফল্য থাকা সত্ত্বেও দেশচ্যাম্পসের বিরুদ্ধে সমালোচনা শুনে আমি হতবাক হয়েছি। 

বিশেষ করে ২০১৮ সালের বিশ্বকাপের সময় পল লে গুন, গাই রুক্স এবং ক্রিস্টফ দুগ্যারির মতো প্রাক্তন কোচের মন্তব্য আমাকে অবাক করেছে। 

ট্রেসর মনে করেন, এ ধরনের আক্রমণ একেবারেই অন্যায়। তার মতে, লে গুন বলেছিল যে দেশচ্যাম্পস তার মতোই দল তৈরি করছেন। এটা আসলে হিংসার প্রকাশ। 

তারা কখনোই দিদিয়ে দেশচ্যাম্পসের মতো সাফল্য অর্জন করতে পারবে না। তার রেকর্ডই সব কথা বলে। সত্যিই অসাধারণ।

জিদান সম্ভাব্য উত্তরসূরি

মারিয়াস ট্রেসর সম্ভাব্য কোচ হিসেবে জিনেদিন জিদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘জিদানের ক্লাব পর্যায়ের রেকর্ড দুর্দান্ত। রিয়াল মাদ্রিদে তিনি তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনি ফুটবলকে খুব ভালোভাবে বোঝেন। 

ট্রেসর আরও যোগ করেন, কোচের পরিকল্পনা মেনে চলাটা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু জিদান এতটাই জনপ্রিয় এবং আকর্ষণীয় যে, সবাই তার অধীনে খেলতে চায়।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!