বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০২:০১ পিএম

শেষ ম্যাচে দারুণ জয় পেল ম্যানচেস্টার অরিজিনালস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০২:০১ পিএম

জস বাটলার। ছবি- সংগৃহীত

জস বাটলার। ছবি- সংগৃহীত

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নিজেদের শেষ ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালস নর্দার্ন সুপারচার্জার্সকে ৭ উইকেটে পরাজিত করেছে। গ্রুপ পর্বের সমাপ্তি ঘিরে প্রতিটি দলই জয়ের জন্য মরিয়া থাকলেও, এদিন অরিজিনালসের ফিল্ডিং ছিল দেখার মত।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অরিজিনালসের অধিনায়ক। প্রথমেই শেন্ডন অ্যান্ডারসনের বোলিংয়ে দ্রুত দুই উইকেট হারায় সুপারচার্জার্স।

যদিও ব্রুক কিছু সময়ের জন্য ক্রিজে ছিলেন, তবে তার ২০ বলে ২০ রান করে দলকে আরও চাপে ফেলে আউট হন ব্রুক।

এরপর জ্যাক ক্রলি ১৭ রান করে আউট হন। ফলে ৬৭ বল শেষে ৭৩-৫ অবস্থায় সুপারচার্জার্সের দিকে এগোনোর সুযোগ কমে আসে।

এরপর দারুণ ইনিংস খেলেন অভিজ্ঞ সামিত প্যাটেল (৪২ রান, ১৯ বল) এবং ডেভিড মিলার (৩০ রান, ২২ বল), যা শেষ পর্যন্ত সুপারচার্জার্সকে কিছুটা প্রতিরোধ করার সুযোগ দিল।

তবে টম অ্যাস্পিনওয়ালের ৩-১৭ বোলিং থেষ্ট হলেও, অরিজিনালসের দারুণ ব্যাটিংয়ে শেষ মুহূর্তে জয় নিশ্চিত করল।

এদিন ম্যাচের মূল দায়িত্ব কাধেঁ তুলে নেন জস বাটলার ও রচিন রবীন্দ্র।

বাটলার চার ছক্কা ও সাত চারে ৩৭ বলেই ৭০ রান করে আউট হন। রচিন রবীন্দ্র ৪৭ রানে অপরাজিত ইনিংস দলকে ৭ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

ম্যাচ শেষে বাটলার বলেন, মাঠের কন্ডিশন কিছুটা স্লো ছিল। আমরা কিছু বল ছাড়া অসাধারণ বোলিং করেছি এবং শেষ পর্যন্ত এটি আমাদের জয় নিশ্চিত করেছে।

যদিও টুর্নামেন্টের অনেক ম্যাচে আমরা আমাদের ভালোটা খেলতে পারিনি, তবে আজকের ম্যাচে আমরা সত্যিই আমাদের সেরাটা দেখাতে পেরেছি।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর

নর্দার্ন সুপারচার্জার্স: ১৩৯/৮ (১০০ বল)

ম্যানচেস্টার অরিজিনালস: ১৪০/৩ (৮৪ বল)

ফলাফল: ম্যানচেস্টার অরিজিনালস ৭ উইকেটে জয়ী।

রূপালী বাংলাদেশ

Link copied!