টাইগাররা কোনো বড় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে জার্সি নিয়ে বরাবরই আগ্রহ বেশি থাকে সবার। জার্সির নকশা, রং নিয়ে আলোচনা হয় সর্বস্তরে। বিশ্বকাপের মতো আলোচনা না হলেও টাইগারদের এশিয়া কাপের জার্সি নিয়ে পাওয়া গেছে ধারণা।
জানা গেছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসন্ন এশিয়া কাপের জন্য নতুন কোনো জার্সি তৈরি করছে না। সম্প্রতি ক্রিকেটারদের জন্য সৌভাগ্য বয়ে আনা গাঢ় লাল ও সবুজ রঙের জার্সি পরেই তারা খেলতে নামবে।
সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর খেলোয়াড়রা এই জার্সিটিকেই ‘লাকি’ মনে করছেন। তাই বোর্ডের কাছে নতুন জার্সি তৈরির অনুরোধ না করে পুরোনো জার্সিতেই মাঠে নামার আগ্রহ প্রকাশ করেছেন।
খেলোয়াড়দের এমন চাওয়াকে সম্মান জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নতুন করে কোনো জার্সি বানাচ্ছে না।
এই জার্সির নকশায় রয়েছে গাঢ় লাল রঙের মূল অংশ, যার কাঁধে রয়েছে সবুজ নকশা। এর সঙ্গে থাকছে কালচে সবুজ ট্রাউজার।
এশিয়া কাপের আগে সিলেট ও ঢাকায় নিজেদের মধ্যে কয়েকটি অনুশীলন ম্যাচের পর টাইগাররা নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপক্ষীয় সিরিজে খেলবে। এরপর এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে।
আগামী ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হলেও, ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হবে। গ্রুপ পর্বে টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন