সিলেটে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের সময় বৃষ্টি হতে পারে।
আর এ কারণে ম্যাচ নির্বিঘ্নে আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। যদি বৃষ্টি ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে দেয়, তবে প্রথমবারের মতো আইসিসির নতুন পাওয়ার প্লে আইনের প্রয়োগ দেখা যেতে পারে।
ক্রিকেটে সাধারণত ২০ ওভারের খেলায় প্রথম ৬ ওভারকে পাওয়ার প্লে হিসেবে ধরা হয়। এই সময়টিতে ৩০ গজের বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকতে পারেন।
তবে বৃষ্টি বা অন্য কোনো কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার প্লের ওভার সংখ্যায়ও পরিবর্তন আসে।
আগের নিয়ম অনুযায়ী, ম্যাচের ওভার সংখ্যা কমে গেলেও পাওয়ার প্লের জন্য নির্দিষ্ট কিছু পূর্ণ ওভার বরাদ্দ থাকত। যেমন, যদি কোনো ম্যাচ ৮ ওভারের হতো, তাহলে পাওয়ার প্লে হতো ৩ ওভারের।
কিন্তু গত জুলাইয়ে আইসিসির নতুন নিয়ম কার্যকর হয়। এই নিয়ম অনুযায়ী, যদি ম্যাচের ওভার সংখ্যা কমে যায়, তাহলে পাওয়ার প্লের ওভার সংখ্যা আর পূর্ণসংখ্যায় সীমাবদ্ধ থাকবে না, বরং তা মোট ওভারের শতাংশ হিসেবে ধরা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে হবে মোট ওভারের ৩০ শতাংশ। ধরা যাক, বৃষ্টিতে ম্যাচ ৮ ওভারে নেমে এলো। সেক্ষেত্রে পাওয়ার প্লে হবে মোট ওভারের ৩০ শতাংশ, অর্থাৎ ২.৪ ওভার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন