সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। নেদারল্যান্ডস এই প্রথম বাংলাদেশের মাটিতে কোনো দ্বিপাক্ষিক টি–টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে।
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। অন্যদিকে, নেদারল্যান্ডসের জন্য এটি বাংলাদেশের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করার দারুণ সুযোগ। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তারা এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে।
আজ শনিবার (৩০ আগস্ট) খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিলেটের পিচ সাধারণত স্পিন সহায়ক, এবং রান তাড়া করা দলগুলো তুলনামূলকভাবে বেশি সফল। স্টেডিয়ামে এখন পর্যন্ত খেলা ১৩ টি–টোয়েন্টি ম্যাচের মধ্যে ১০টিতেই পরে ব্যাট করা দল জিতেছে। যা আজকের ম্যাচে টস জেতা দলের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে।
সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টিতে বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নামছে। লিটন দাসের নেতৃত্বে ঘরের মাঠে স্পিনাররা বড় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
তবে মাহাদী হাসান ও রিশাদ হোসেনের পারফরম্যান্স এখনো কিছুটা অস্থিতিশীল, যা টিম ম্যানেজমেন্টের জন্য চিন্তার কারণ হতে পারে। পেসারদের মধ্যে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান দারুণ ছন্দে আছেন, যা দলের পেস আক্রমণকে শক্তিশালী করেছে।
স্পিন-সহায়ক কন্ডিশন বিবেচনা করে বাংলাদেশ ৭ ব্যাটার ও ৪ বোলার নিয়ে মাঠে নামতে পারে।
নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান দলে ফিরেছেন। এশিয়া কাপের আগে দলের সঠিক কম্বিনেশন খুঁজে বের করার জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাইফ হাসান, জাকের আলী, মাহাদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন