লেস্টার সিটির হয়ে নিয়মিত খেলা বাংলাদেশ জাতীয় দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ইনজুরিতে পড়েছেন। শুক্রবার কিং পাওয়ার স্টেডিয়ামে বার্মিংহামের বিপক্ষে ম্যাচের ৭২ মিনিটে ডান পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি।
তার এই ইনজুরি বাংলাদেশ জাতীয় দলের আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ম্যাচের সময় বার্মিংহামের স্ট্রাইকার ডেমিরাই গ্রের সঙ্গে চ্যালেঞ্জ করতে গিয়ে আঘাত পান হামজা। এরপর যন্ত্রণায় কাতরাতে থাকা এই মিডফিল্ডারের অবস্থা পর্যবেক্ষণ করেন ফিজিওরা এবং তার পরিবর্তে মাঠে নামেন রিকার্ডো ডমিঙ্গোজ বারবোসা পেরেইরা।
যদিও তার চোটের মাত্রা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে, এটি গুরুতর নয়।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষিত দলে হামজা চৌধুরীর নামও রয়েছে।
তবে লেস্টারের ১৩ ও ২০ সেপ্টেম্বরের চ্যাম্পিয়নশিপ ম্যাচের কথা মাথায় রেখে তার অংশগ্রহণ এখন অনিশ্চিত।
চলতি বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে হামজার আন্তর্জাতিক অভিষেক হয়। সেই ম্যাচে গোলশূন্য ড্র হলেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
এরপর ভুটানের বিপক্ষে ঢাকায় গোল ও অ্যাসিস্ট করে তিনি নিজের জাত চিনিয়েছেন। এখন পর্যন্ত লাল-সবুজ জার্সিতে খেলা তিনটি ম্যাচেই প্রবাসী এই ফুটবলার বাংলাদেশের ভক্তদের মন জয় করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন