ঘরের মাঠে এশিয়া কাপের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বল হাতে নিজের প্রথম বলে উইকেটের দেখা পেলেন তাসকিন আহমেদ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডস শুরুর দিকে বড় রানের ইঙ্গিত দিলেও দলীয় ২৫ রানের মাথায় তাসকিনের বলে ধরা পড়ে ম্যাক্স ও'ডাউড।
আজ শনিবার (৩০ আগস্ট) খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.২ বল শেষে ১ উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে ডাচরা।
ব্যাট হাতে ১৫ বলে ২৩ রান করে তাসকিনের বলে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পখ ধরেন ম্যাক্স ও'ডাউড।
এদিকে ৪ বলে ২ রানে ব্যাট করছেন ভিক্রমজিত সিং ও শূন্য রানে খেলছেন আনিল তেজা নিদামিনুরুভ
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। অন্যদিকে, নেদারল্যান্ডসের জন্য এটি বাংলাদেশের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করার দারুণ সুযোগ। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তারা এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন