বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:১৬ পিএম

ভেনিসের লাল গালিচায় ঝলমল করছে জর্জিনার বাগদান আংটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:১৬ পিএম

জর্জিনা রদ্রিগেজ। ছবি- সংগৃহীত

জর্জিনা রদ্রিগেজ। ছবি- সংগৃহীত

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো জনসমক্ষে নিজের বাগদানের আংটি সবাইকে দেখালেন জর্জিনা, যা সবার নজর কেড়ে নিয়েছে। ভেনিসের গ্ল্যামার আর ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের প্রেম যেন এক সুতোয় গাঁথা।

দীর্ঘদিনের অপেক্ষার পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ২০১৬ সাল থেকে একসঙ্গে থাকা এ জুটি ইতোমধ্যেই বাগদান সম্পন্ন করেছেন।

ডায়মন্ডের আংটি দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন পর্তুগিজ সুপারস্টার, যা সানন্দে গ্রহণ করেন আর্জেন্টাইন মডেল।

২০২৫ সালের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট জর্জিনার জন্য এক আলাদা মঞ্চ হয়ে উঠেছিল। জিম জারমাশ পরিচালিত 'ফাদার মাদার সিস্টার ব্রাদার' ছবির প্রিমিয়ারে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।

কেট ব্ল্যানচেট অভিনীত এই ছবির প্রিমিয়ারে জর্জিনা একটি কালো লেসের মারমেইড কাটের গাউন পরে সবার দৃষ্টি আকর্ষণ করেন, যা ইতালিয়ান ডিজাইনার রবার্তো কাভালি বিশেষভাবে তৈরি করেছিলেন।

কিন্তু সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার হাতের ঝলমলে আংটি—যা কিছুদিন আগেই রিয়াদে রোনালদো তাকে উপহার দিয়েছেন। পাসকোয়ালে ব্রুনির ফুলেল গহনার সঙ্গে মানানসই করে সাজালেও সব স্পটলাইট বাগদানের আংটিটিই দখল করে নেয়।

যদিও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, গহনা বিশেষজ্ঞদের মতে আংটির দাম প্রায় ৬ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। প্রায় ৩৫ ক্যারেট ওজনের এই আংটির কেন্দ্রে রয়েছে একটি বিশাল হীরা, যার চারপাশে আরও দুটি ছোট হীরা বসানো হয়েছে।

আংটির এই নকশা যেন রাজকীয়তার প্রতীক হয়ে উঠেছে। আংটির ঝলকেই ভেনিসের পথচলা পরিণত হয় বিলাসিতা আর রোমান্সের প্রদর্শনীতে, যা বিশ্বের সবচেয়ে আলোচিত এই বিয়ের অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে।

আংটির ঝলকের সঙ্গে নিজের উপস্থিতিকে সম্পূর্ণ করতে জর্জিনা হালকা বেণি বাঁধা চুল ও বালুমাটির টোনে সাজানো মেকআপ বেছে নিয়েছিলেন।

অনেকে মনে করছেন, এটাই হয়তো তার আসন্ন বিয়ের সাজের ইঙ্গিত। প্রতিটি খুঁটিনাটি দেখে বোঝা যায়, তিনি কমনীয়তা, আধুনিকতা আর সতেজতাকে একসঙ্গে প্রকাশ করতে চান।

এদিকে বর্তমানে রোনালদো এবং জর্জিনা সৌদি আরবেই বাস করছেন। সেখান থেকেই তারা নতুন জীবনের অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!