এশিয়া কাপের ১৭তম আসরে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দুবাইয়ে 'বি' গ্রুপে তাদের প্রথম প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।
২০২৩ সালের ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো শিরোপা জিতেছিল ভারত। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে তারা টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
এর আগে, ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
দলের বোলিং কোচ মরণে মরকেল বলেন, ‘আমরা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারের এশিয়া কাপ শুরু করব। টানা দ্বিতীয় শিরোপা জয়ের জন্য ছেলেরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’
অন্যদিকে, এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত তিনটি আসরে অংশ নিয়ে আটটি ম্যাচের একটিতেও তারা জিততে পারেনি।
তবে এবার তারা ইতিহাস বদলাতে চায়। দলের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম বলেন, ‘এবারের আসরেই আমরা এশিয়া কাপে প্রথম জয় তুলে নিতে চাই। আমি আশাবাদী, আমার দল এবার ভালো কিছু করে দেখাবে।’
দুই দলের স্কোয়াড
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হরষিত রানা, রিঙ্কু সিং।
সংযুক্ত আরব আমিরাত: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, হরষিত কৌশিক, জুনায়ের সিদ্দিকি, মতিউল্লাহ খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মাদ জোহাইব, রাহুল চোপরা (উইকেটরক্ষক), রোহিদ খান, সিমরানজিত সিং, সগির খান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন