এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ম্যাচকে সামনে রেখে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাউসফুল ঘোষণা করা হয়েছে। গত কয়েকদিন ধরেই ভারত-পাক ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
গ্রুপ পর্ব ও সুপার ফোরের ম্যাচে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে দুই দলের মধ্যে- হ্যান্ডশেক না করা, বিতর্কিত সেলিব্রেশনসহ একাধিক ঘটনা আলোচনায় এসেছে। এই বিতর্কের প্রেক্ষাপটে ফাইনালে উত্তেজনার পারদ আরও বাড়ছে।
দুবাই পুলিশও তাই নজিরবিহীন সতর্কতা জারি করেছে স্টেডিয়ামপাড়াজুড়ে। পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশ করতে হবে প্রত্যেক দর্শককে ম্যাচ শুরু হওয়ার কমপক্ষে তিন ঘণ্টা আগে। একটি টিকিটে একজন দর্শকই প্রবেশ করতে পারবে এবং কোনো রি-এন্ট্রি অনুমোদিত নয়। অর্থাৎ, কেউ একবার স্টেডিয়াম ছাড়লে আবার প্রবেশ করতে পারবে না।
পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে নিষিদ্ধ দ্রব্যের তালিকাও প্রকাশ করা হয়েছে, যাতে রয়েছে জাতীয় পতাকা, ব্যানার এবং আতশবাজি। ভারত ও পাকিস্তান উভয় দলের সমর্থকরাও এসব নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। এ ছাড়া, মাঠে নিষিদ্ধ দ্রব্য নিয়ে প্রবেশ বা খারাপ আচরণ করলে জরিমানা হতে পারে ভারতীয় মুদ্রায় ১ লাখ ২০ হাজার থেকে ৭ লাখ ২৪ হাজার টাকা পর্যন্ত। নিরাপত্তার জন্য বিশেষ পুলিশ ইউনিট মোতায়েন থাকবে।
তবু, এত বিধিনিষেধের মাঝেও ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা কমেনি। সব সাধারণ টিকিট এরই মধ্যে শেষ। বর্তমানে কেবল কিছু স্কাই বক্স লাউঞ্জ (প্রায় ২ লাখ টাকা), বাউন্ডারি লাউঞ্জ (প্রায় ১.৫ লাখ টাকা) এবং গ্র্যান্ড লাউঞ্জ (প্রায় ৮৮ হাজার টাকা) টিকিটই বাকি রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই টিকিটগুলোও খুব দ্রুত শেষ হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন