যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দেশটির উদ্দেশে রওনা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
সোমবার (১৭ নভেম্বর) সৌদি আরব ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এসপিএ জানিয়েছে, বাদশা সালমানের নির্দেশে ক্রাউন প্রিন্স যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এ সফরে দুই দেশের মধ্যে সম্ভাব্য এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি, নিরাপত্তা চুক্তি এবং আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে।
এদিকে সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রিতে সরাসরি আপত্তি না জানালেও কঠোর শর্ত দিয়েছে দখলদার ইসরায়েল। তাদের অবস্থান- রিয়াদ যদি মার্কিনিদের অত্যাধুনিক এফ-৩৫ পেতে চায়, তবে আগে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে হবে।
ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছেন-কোনো ধরনের কূটনৈতিক বিনিময় ছাড়াই সৌদির কাছে এফ-৩৫ বিক্রি করা হলে তা “ভুল সিদ্ধান্ত” হবে এবং “হিতেবিপরীত” প্রভাব ফেলতে পারে। তবে তারা স্বীকার করেছেন, এ বিক্রি আব্রাহাম চুক্তিভিত্তিক আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হলে ইসরায়েলের উদ্বেগ কম থাকবে।
গত মাসে এক ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্সকে জানান, গাজার যুদ্ধ শেষ হওয়ায় এখন রিয়াদ চাইলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। একই প্রত্যাশার কথা গত শুক্রবারও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যক্ত করেন তিনি।
২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে এফ-৩৫ বিক্রিতে সম্মতি দিয়েছিল ইসরায়েল। তবে নিরাপত্তা শর্ত জুড়ে দেওয়ায় এখন পর্যন্ত আমিরাত-যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়নি।
বর্তমানে মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছেই এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন