এশিয়ান কাপ বাছাইপর্বের আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের জন্য অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই ২৪ মিনিটের মধ্যে ১৯ হাজার টিকিট শেষ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল।
বাফুফে ভবনে টিকিট বিক্রির বিষয়ে কথা বলার সময় তাজওয়ার আওয়াল জানান, “সাধারণ গ্যালারি এবং ক্লাব হাউজ মিলিয়ে পুরো ১৯ হাজার টিকিট বিক্রি হতে সময় লেগেছে মাত্র ২৪ মিনিট।
টিকিট বিক্রি এত দ্রুত হওয়ার কারণে কোনো কালোবাজারি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তাজওয়ার বলেন, এটি শতভাগ খুশির খবর। টিকিট বিক্রি খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এদিকে, সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচে ‘সোল্ড আউট’ হলেও গ্যালারিতে কিছু ফাঁকা আসন দেখা গিয়েছিল। এ বিষয়ে তাজওয়ার জানান, সেদিন খেলার এক ঘণ্টা আগে গেট বন্ধ করা হয়েছিল।
এবারও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে। কোনো দর্শক নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ না করলে কিছু আসন ফাঁকা থাকতে পারে।
অনলাইনে টিকিট বিক্রির মাধ্যমে কত টাকা এসেছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তাজওয়ার।
তিনি জানান, ফাইন্যান্সের দায়িত্ব নির্বাহী কমিটির, আমার এখতিয়ার নয়।
আগামী ৯ অক্টোবর হোম ম্যাচের পর বাংলাদেশের দল ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন