দীর্ঘ ১২ বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও থাইল্যান্ড নারী ফুটবল দল। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল গ্রাউন্ডে প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ নারী দল সর্বশেষ থাইল্যান্ডের বিপক্ষে খেলেছিল ২০১৩ সালে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে। সেই ম্যাচে ৯-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল লাল-সবুজের মেয়েরা। এক যুগ আগে খেলা সেই দলের কেউই এখন আর দলে নেই। এমনকি সেই ম্যাচে অংশ নেওয়া অধিনায়ক সাবিনা খাতুনকেও এবার দলে ডাকেননি কোচ পিটার বাটলার।
বাংলাদেশ নারী দলের বর্তমান অবস্থান ও কাঠামো এখন অনেক পরিবর্তিত। তারা এখন নারী এশিয়ান কাপের জন্য প্রস্তুত হচ্ছে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে ১০৪ নম্বরে, যেখানে থাইল্যান্ডের অবস্থান ৫৩তম—অর্থাৎ ৫১ ধাপের ব্যবধান দুই দলের মধ্যে।
এই ম্যাচ দিয়েই তিন মাসের বিরতির পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশের মেয়েরা। একই সঙ্গে আসন্ন এএফসি এশিয়ান কাপের প্রস্তুতিরও এটি সূচনা।
বাংলাদেশ দলের নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আমি নিজের সেরাটা দিতে চাই। আমাদের লক্ষ্য জয়।’
গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানান, ‘ব্যাংককে আমরা প্রতিপক্ষের শক্তি ও নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করছি। মেয়েদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিকগুলো উন্নত করার চেষ্টা চলছে।’
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন