বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম ঘিরে প্রস্তুতি চলছে জোরেশোরে। দলগুলো ধীরে ধীরে স্কোয়াড গঠন শুরু করলেও এবার আলোচনায় আছে সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস।
সবশেষ বিপিএলেও খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। তবে নতুন মৌসুমে বদলে যাচ্ছে তার পরিচয়—প্রথমবারের মতো কোচিংয়ে অভিষেক হচ্ছে এই ব্যাটসম্যানের।
সিলেট ফ্র্যাঞ্চাইজি এবার নতুন নামে মাঠে নামছে। তাদের নতুন পরিচিতি ‘সিলেট টাইটানস’। ফ্র্যাঞ্চাইজিটি ইতোমধ্যে স্কোয়াড গঠনে প্রাথমিক পদক্ষেপ নিয়েছে—সংযুক্ত করা হয়েছে কয়েকজন ক্রিকেটারকে, ড্রেসিংরুমেও এসেছে নতুন কোচিং স্টাফ।
জানা গেছে, সিলেট টাইটানসের প্রধান কোচ হিসেবে থাকবেন সোহেল ইসলাম, ব্যাটিং কোচ ইমরুল কায়েস, পেস বোলিং কোচ সৈয়দ রাসেল এবং ফিল্ডিং কোচ কিমসলি রব।
এদিকে, দুই তারকাকেও ইতিমধ্যে নিশ্চিত করেছে দলটি। মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ রয়েছেন সিলেট দলে। দলটির নেতৃত্বে থাকবেন মিরাজ। গত সপ্তাহে বিপিএল গভর্নিং কাউন্সিল মালিকানা প্রক্রিয়া সম্পন্ন করেছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় গুলশানের নভানা টাওয়ারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন